Ajker Patrika

ময়লা ফেলা বন্ধে বুয়েটের অভিনব উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৫৩
ময়লা ফেলা বন্ধে বুয়েটের অভিনব উদ্যোগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে মূল ভবনের পাশের রাস্তায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে আসছিল সেখানে বসবাসকারী লোকজন। ময়লা-আবর্জনার বিষয়টি নিয়ে আজকের পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরও বন্ধ হয় না ময়লা-আবর্জনা ফেলা। 

বুয়েট কর্তৃপক্ষ অবশেষে রাস্তার ফুটপাতের পাশে যেখানে ময়লা-আবর্জনা ফেলা হয়, সেখানে গাছের চারা রোপণ করেছে। প্রায় ৩০০ গজের মতো রাস্তায় গাছের চারা রোপণ করা হয়। এখন আর সেখানে কেউ ময়লা ফেলছে না। দেয়ালে সতর্কতামূলক একটি ব্যানার সাঁটানো হয়েছে। 

জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ফুটপাত ও রাস্তায় যাতে কেউ ময়লা-আবর্জনা ফেলতে না পারে, সে জন্য সেখানে গাছের চারা রোপণ করা হয়েছে। এগুলো দেখভাল করার জন্য নিরাপত্তা প্রহরী নিয়োজিত করা হয়েছে। তাঁরা সার্বক্ষণিক এসব চারা দেখে রাখছেন। একই সঙ্গে দেয়ালে ব্যানারটা দেওয়া হয়েছে, যাতে কেউ ময়লা-আবর্জনা রাস্তার মধ্যে না ফেলে। 

আজিমপুর কলোনির বাসিন্দা ঢাকা মেডিকেল কলেজের এক কর্মচারী জানান, বুয়েটের রাস্তা দিয়ে হেঁটে তিনি প্রতিদিনই অফিসে আসা-যাওয়া করেন। কিন্তু ময়লার দুর্গন্ধের কারণে সেখান দিয়ে চলাচল করা তাঁদের জন্য খুবই কষ্টের বিষয় ছিল। তবে গাছের চারা রোপণ করায় এখন আর কেউ সেখানে ময়লা আবর্জনা ফেলছে না। গত দুই দিন ধরে এই চিত্র দেখে তিনিও আনন্দিত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত