রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় এক কিশোরীকে (১৪) অচেতন করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার গ্রেপ্তার যুবক নূর মোহাম্মদ শুক্কুরকে (৩৫) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে কিশোরীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণের ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়। ওই রাতে উপজেলায় দৌলতকান্দি রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত শনিবার দিবাগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী।
এজাহার সূত্রে জানা যায়, কিশোরী ও তার বান্ধবীসহ (১২) কয়েকজন আমিরগঞ্জ ও নরসিংদী রেলস্টেশনে ফেরি করে ফুল বিক্রি করত। প্রতিদিনের মতো গত শনিবারও তারা ফুল বিক্রি করতে বাসা থেকে বের হয়। এ সময় নুর মোহাম্মদ ওই কিশোরী ও তার বান্ধবীকে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন। পরে তাদের দুজনকে নির্জন স্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। জ্ঞান ফিরে ঘটনাস্থল থেকে পালিয়ে এসে পরিবারের সদস্যদের ঘটনার বর্ণনা দেয় ওই কিশোরীর বান্ধবী। পরে স্থানীদের সহায়তায় ভোরে ওই কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কিশোরীর বাবা বলেন, ‘এ ঘটনার পর ধর্ষকের স্ত্রী ও মা বিষয়টি নিয়ে বাড়িতে এসে আপস মীমাংসার জন্য প্রস্তাব দেন। ধর্ষকের বিচার চাই।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল রহমান বলেন, এ ঘটনায় মামলার পর দ্রুত যুবককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নরসিংদীর রায়পুরায় এক কিশোরীকে (১৪) অচেতন করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার গ্রেপ্তার যুবক নূর মোহাম্মদ শুক্কুরকে (৩৫) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে কিশোরীর পরিবারের পক্ষ থেকে ধর্ষণের ঘটনায় রায়পুরা থানায় মামলা করা হয়। ওই রাতে উপজেলায় দৌলতকান্দি রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত শনিবার দিবাগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী।
এজাহার সূত্রে জানা যায়, কিশোরী ও তার বান্ধবীসহ (১২) কয়েকজন আমিরগঞ্জ ও নরসিংদী রেলস্টেশনে ফেরি করে ফুল বিক্রি করত। প্রতিদিনের মতো গত শনিবারও তারা ফুল বিক্রি করতে বাসা থেকে বের হয়। এ সময় নুর মোহাম্মদ ওই কিশোরী ও তার বান্ধবীকে জুসের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন। পরে তাদের দুজনকে নির্জন স্থানে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। জ্ঞান ফিরে ঘটনাস্থল থেকে পালিয়ে এসে পরিবারের সদস্যদের ঘটনার বর্ণনা দেয় ওই কিশোরীর বান্ধবী। পরে স্থানীদের সহায়তায় ভোরে ওই কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কিশোরীর বাবা বলেন, ‘এ ঘটনার পর ধর্ষকের স্ত্রী ও মা বিষয়টি নিয়ে বাড়িতে এসে আপস মীমাংসার জন্য প্রস্তাব দেন। ধর্ষকের বিচার চাই।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল রহমান বলেন, এ ঘটনায় মামলার পর দ্রুত যুবককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বর্তমান সংস্কার নিয়ে যাঁরা নির্বাচন বিলম্ব করছেন। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফায় এটা অনেক আগেই অন্তর্ভুক্ত করছেন। তাই সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
৩ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই চুনারুঘাট থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন। পরে তিনি গতকাল সোমবার তিনজনের নাম উল্লেখসহ চারজনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও
৮ মিনিট আগেপঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের একলামশিয়া ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এ দেশের ক্ষমতার চেয়ারে যে বসে সে-ই সবকিছু লুটেপুটে খেতে চায়। দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি করে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে এমন দৃষ্টান্ত নেই।’ সিলেটের বিশ্বনাথ পৌরসভার কামালপুরে গতকাল সোমবার রাতে আল হেরা জামেয়া
১৪ মিনিট আগে