Ajker Patrika

ভবন মালিকদের নিতে হবে ব্যবহার সনদ: রাজউক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভবন মালিকদের নিতে হবে ব্যবহার সনদ: রাজউক

শুধুমাত্র ভবন নির্মাণের জন্য নয়, ভবন নির্মাণ শেষে বসবাস করার জন্যও আলাদা করে সনদ নিতে হবে ভবন মালিকদের। এ ছাড়া এরই মধ্যে যেসব ভবনের মালিকেরা ভবনের নির্মাণকাজ শেষ করেছেন, কিন্তু বসবাস বা ব্যবহার সনদপত্র গ্রহণ করেননি তাঁদের আগামী দুই মাসের মধ্যে সনদ গ্রহণের নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ বুধবার রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) প্রকৌশলী মোবারক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রাজউকের কাছ থেকে নকশা অনুমোদন গ্রহণ করে যেসব ভবন মালিক ভবন ব্যবহার সনদপত্র ছাড়াই গ্যাস, বিদ্যুৎ পানির সংযোগ গ্রহণ করেছেন, তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংযোগ বিচ্ছিন্ন করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সার্বিক বিষয় বিবেচনা করে যেসব ভবনের মালিকেরা এরই মধ্যে ভবনের নির্মাণকাজ শেষ করেছেন, কিন্তু সনদপত্র গ্রহণ করেননি, তাঁদের আগামী দুই মাসের মধ্যে সনদ গ্রহণ করতে হবে।’ 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, সংরক্ষণ, উন্নয়ন ও অপসারণ) বিধিমালা, ২০০৮-এর বিধি ১৮ অনুসারে ইমারতের আংশিক বা সম্পূর্ণ নির্মাণ শেষে, ব্যবহারের পূর্বে, ভবন মালিকের রাজউক থেকে ব্যবহার সনদপত্র গ্রহণ করা বাধ্যতামূলক। সেই সঙ্গে প্রতি ৫ বছর পরপর সনদ নবায়ন করা বাধ্যতামূলক। সনদপত্র না থাকলে রাজউক আওতাধীন এলাকায় ইমারতের মালিকানা হস্তান্তর ও নামজারির অনুমোদন পাওয়া যাবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত