উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখানে বাসা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে ৫৫ বছর বয়সী এক নারী ও তাঁর ছেলেকে মারধর করার অভিযোগে জলিল মিয়া (৫০) নামের এক বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তুরাগ নদী সংলগ্ন দক্ষিণখানের কোটবাড়ির ৭৪ /এ নম্বর বাড়ি থেকে বুধবার ওই বাড়িওয়ালাকে গ্রেপ্তারের পর সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) নজিব আহমেদ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাসা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভাড়াটিয়াকে মারধরের অভিযোগে বুধবার রাতে দক্ষিণখান থানায় বাড়িওয়ালা জলিল মিয়া ও তার ছেলে তাজুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন ভুক্তভোগী ভাড়াটিয়া খাদিজা। পরে কোটবাড়ি এলাকা থেকে বাড়িওয়ালা জলিলকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই বাড়িওয়ালা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে কোটবাড়ি ওয়াকওয়ের ৭৪ /এ নম্বর বাড়িতে থাকেন এবং ভাড়া দেন।
ভুক্তভোগী ভাড়াটিয়া খাদিজা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘গত মাসের ১২ তারিখে ১৪০০ টাকা ভাড়ায় রুম নিছি। কিন্তু রুমটা অনেক ছোট। তাই নামাজ পড়তে সমস্যা হয়। তাই বাসাটি ছেড়ে দিব বলে জানিয়েছি। যার কারণে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাড়িওয়ালা বাসা ভাড়া চান। পরে রাত ১১টায় ছেলে আনারস, ডাব বিক্রি করে আসার পর রুম ভাড়ার টাকা দিতে গিয়েছিল। খুচরা টাকা না থাকায় তাকে ১৫০০ টাকা দিয়েছিল। পরে ১০০ টাকা চাইতে গেলে আমার ছেলেকে জিজ্ঞাসা করে-তুই কয় দিন আছস। আমার বাড়িতে সিসি ক্যামেরার আছে। আমার ছেলে জীবন তাকে বলে—আঙ্কেল, আমি যে কয় দিন ছিলাম, সিসি ক্যামেরা দিয়ে দেখেন। দেখে ভাড়া নিয়ে নেন। এ কথা বলা মাত্রই বাড়িওয়ালা ও তার ছেলে ধরে আমার ছেলেকে মারধর শুরু করে। তখন আমি ছাড়াইতে গেলে আমাকেও ধরে মারধর করে।’
খাদিজা বলেন, ‘আমাকে মারধর করে আমার ডান পায়ে, দুই হাতে, মাথায় আঘাত করে। আমার গলা টিপে ধরছে। যদি আর দুইটা মিনিট ধরে রাখতো, তাহলে মনে হয় মরেই যেতাম।’
ভুক্তভোগী ভাড়াটিয়ার মেয়ে দিপা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট রুম হওয়ায় নামাজ আদায় করতে সমস্যার কারণে বাসাটি ছেড়ে আরেক জায়গায় নেওয়া হয়েছে। ফলে ওই বাড়ির বাড়িওয়ালাকে ভাড়া দিতে গেলে সে বলে—দুই মাসের ভাড়া দিয়ে যেতে। না হলে অন্য ভাড়াটিয়া তুলে দিয়ে যাবি। এই বলে মারধর করে আমার ছোট ভাই জীবনসহ মাকে মারধর করে আহত করে। পরে মাকে উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে পরের দিন থানায় অভিযোগ করি।’
রাজধানীর দক্ষিণখানে বাসা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে ৫৫ বছর বয়সী এক নারী ও তাঁর ছেলেকে মারধর করার অভিযোগে জলিল মিয়া (৫০) নামের এক বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তুরাগ নদী সংলগ্ন দক্ষিণখানের কোটবাড়ির ৭৪ /এ নম্বর বাড়ি থেকে বুধবার ওই বাড়িওয়ালাকে গ্রেপ্তারের পর সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) নজিব আহমেদ বৃহস্পতিবার বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাসা ভাড়া নিয়ে দ্বন্দ্বের জের ধরে ভাড়াটিয়াকে মারধরের অভিযোগে বুধবার রাতে দক্ষিণখান থানায় বাড়িওয়ালা জলিল মিয়া ও তার ছেলে তাজুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন ভুক্তভোগী ভাড়াটিয়া খাদিজা। পরে কোটবাড়ি এলাকা থেকে বাড়িওয়ালা জলিলকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই বাড়িওয়ালা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। বর্তমানে কোটবাড়ি ওয়াকওয়ের ৭৪ /এ নম্বর বাড়িতে থাকেন এবং ভাড়া দেন।
ভুক্তভোগী ভাড়াটিয়া খাদিজা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘গত মাসের ১২ তারিখে ১৪০০ টাকা ভাড়ায় রুম নিছি। কিন্তু রুমটা অনেক ছোট। তাই নামাজ পড়তে সমস্যা হয়। তাই বাসাটি ছেড়ে দিব বলে জানিয়েছি। যার কারণে গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) বাড়িওয়ালা বাসা ভাড়া চান। পরে রাত ১১টায় ছেলে আনারস, ডাব বিক্রি করে আসার পর রুম ভাড়ার টাকা দিতে গিয়েছিল। খুচরা টাকা না থাকায় তাকে ১৫০০ টাকা দিয়েছিল। পরে ১০০ টাকা চাইতে গেলে আমার ছেলেকে জিজ্ঞাসা করে-তুই কয় দিন আছস। আমার বাড়িতে সিসি ক্যামেরার আছে। আমার ছেলে জীবন তাকে বলে—আঙ্কেল, আমি যে কয় দিন ছিলাম, সিসি ক্যামেরা দিয়ে দেখেন। দেখে ভাড়া নিয়ে নেন। এ কথা বলা মাত্রই বাড়িওয়ালা ও তার ছেলে ধরে আমার ছেলেকে মারধর শুরু করে। তখন আমি ছাড়াইতে গেলে আমাকেও ধরে মারধর করে।’
খাদিজা বলেন, ‘আমাকে মারধর করে আমার ডান পায়ে, দুই হাতে, মাথায় আঘাত করে। আমার গলা টিপে ধরছে। যদি আর দুইটা মিনিট ধরে রাখতো, তাহলে মনে হয় মরেই যেতাম।’
ভুক্তভোগী ভাড়াটিয়ার মেয়ে দিপা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট রুম হওয়ায় নামাজ আদায় করতে সমস্যার কারণে বাসাটি ছেড়ে আরেক জায়গায় নেওয়া হয়েছে। ফলে ওই বাড়ির বাড়িওয়ালাকে ভাড়া দিতে গেলে সে বলে—দুই মাসের ভাড়া দিয়ে যেতে। না হলে অন্য ভাড়াটিয়া তুলে দিয়ে যাবি। এই বলে মারধর করে আমার ছোট ভাই জীবনসহ মাকে মারধর করে আহত করে। পরে মাকে উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে পরের দিন থানায় অভিযোগ করি।’
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি রাস্তা নির্মাণকাজে ‘অনিয়ম হয়নি’ দাবি করায় এলজিইডির কার্যসহকারী জাহিদুল ইসলামকে পিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তিনি একটি ধানখেতে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান। আজ শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শাহবাগ মোড়ে ছাত্রদলের সমাবেশ, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ এবং সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান উপলক্ষে এসব এলাকায় যান চলাচল সীমিত থাকবে। সমাবেশ চলাকালীন নগরবাসীকে বিকল্প পথ হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, পলাশী ও বাংলামো
১৩ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দি গ্রামের আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁর নাম মো. রিপন মিয়া (৪৭)।
১৫ মিনিট আগেসাতক্ষীরার শ্যামনগরে বিরোধপূর্ণ একটি জমির দখল নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার বিকেলে শ্যামনগর উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
১৭ মিনিট আগে