নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণমাধ্যমে ‘ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদেশে বিষয়টি অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়।
তবে ওই রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ রায় দেন।
তবে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং সিআইডি চাইলে স্বাধীনভাবে অনুসন্ধান করতে পারবে বলে আদেশে উল্লেখ করেন আদালত।
এদিকে অভিযোগের বিষয়টির অনুসন্ধান হওয়া প্রয়োজন বলে মনে করেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, এস আলম গ্রুপের পক্ষ থেকে রুল খারিজের আবেদন করা হয়েছিল। রাষ্ট্রপক্ষ থেকে সিআইডির একটি আবেদন দিয়ে তিন মাস সময় চাওয়া হয়েছিল অনুসন্ধানের জন্য। সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে ২৯টি প্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে তারা। হাইকোর্ট তাদের আবেদন মঞ্জুর করে রুল খারিজ করে রায় দিয়েছেন। তবে দুদকসহ অন্যান্য সংস্থা চাইলে অনুসন্ধান করতে পারবে।
এর আগে ‘ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর’ শিরোনামে ২০২২ সালে একটি জাতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আমলে নিয়ে গত বছরের ৪ ডিসেম্বর আদালত স্বপ্রণোদিত রুলসহ আদেশ দেন।
গণমাধ্যমে আসা ওই অভিযোগ অনুসন্ধান করে দুদক ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
সেই সঙ্গে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাটের ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
গণমাধ্যমে ‘ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদেশে বিষয়টি অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয়।
তবে ওই রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ এ রায় দেন।
তবে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং সিআইডি চাইলে স্বাধীনভাবে অনুসন্ধান করতে পারবে বলে আদেশে উল্লেখ করেন আদালত।
এদিকে অভিযোগের বিষয়টির অনুসন্ধান হওয়া প্রয়োজন বলে মনে করেন দুদক আইনজীবী খুরশীদ আলম খান।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, এস আলম গ্রুপের পক্ষ থেকে রুল খারিজের আবেদন করা হয়েছিল। রাষ্ট্রপক্ষ থেকে সিআইডির একটি আবেদন দিয়ে তিন মাস সময় চাওয়া হয়েছিল অনুসন্ধানের জন্য। সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে, এরই মধ্যে ২৯টি প্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ দিয়েছে তারা। হাইকোর্ট তাদের আবেদন মঞ্জুর করে রুল খারিজ করে রায় দিয়েছেন। তবে দুদকসহ অন্যান্য সংস্থা চাইলে অনুসন্ধান করতে পারবে।
এর আগে ‘ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর’ শিরোনামে ২০২২ সালে একটি জাতীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আমলে নিয়ে গত বছরের ৪ ডিসেম্বর আদালত স্বপ্রণোদিত রুলসহ আদেশ দেন।
গণমাধ্যমে আসা ওই অভিযোগ অনুসন্ধান করে দুদক ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
সেই সঙ্গে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাটের ঘটনায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার (২০ এপ্রিল) বিকেলে লালমোহন উপজেলার গজারিয়া খাল গোড়ায় এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
১৮ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ইউএস–বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল সোমবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ।
২০ মিনিট আগেনেছারাবাদে আরামকাঠি ক্ষুদ্র সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমাত উল্লাহর বিরুদ্ধে পাঁচ সহস্রাধিক গ্রাহকের হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ রোববার তাঁর বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকেরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে সমিতির ম্যানেজার-মাঠকর্মীসহ সাতজনকে আটক করে পুলিশের হাতে
২৭ মিনিট আগেচিরকুটে লেখা ছিল, ‘বিয়ের পর আমার বাবা-মা, স্বামীর পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের দুজনের মরদেহ ঢাকাতে কোনো সরকারি কবরস্থানে দাফন দিয়েন। আমার এবং আমার স্বামীর বাড়িতে নেওয়ার দরকার নাই।’
৩২ মিনিট আগে