Ajker Patrika

গোপালপুরে নিষিদ্ধ কারেন্ট জালে আগুন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল। ছবি: আজকের পত্রিকা
আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের গোপালপুরে মাছ ধরার ২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নলিন থেকে সোনামুই পর্যন্ত যমুনা নদীতে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন। অভিযানে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর।

নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান সম্পর্কে ইউএনও মো. তুহিন হোসেন বলেন, জাটকা সংরক্ষণে কারেন্ট জাল, চায়না জালসহ সব ধরনের নিষিদ্ধ জাল অপসারণে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত