Ajker Patrika

গণমাধ্যমে কথা বলতে আইন কর্মকর্তাদের লাগবে অ্যাটর্নি জেনারেলের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০: ৩০
গণমাধ্যমে কথা বলতে আইন কর্মকর্তাদের লাগবে অ্যাটর্নি জেনারেলের অনুমতি

অফিশিয়াল বিষয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সুপ্রিম কোর্টের আইন কর্মকর্তাদের মতপ্রকাশের ক্ষেত্রে এখন থেকে অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিতে হবে।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে। ৫ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিনের স্বাক্ষরিত নির্দেশনায় বিষয়টি জানানো হয়।

ওই নির্দেশনায় বলা হয়েছে, এই অফিসের সব আইন কর্মকর্তাকে জানানো যাচ্ছে যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে অফিস-সংক্রান্ত কোনো বিষয়ে বক্তব্য প্রদানের পূর্বে অ্যাটর্নি জেনারেলের পরামর্শ ও পূর্ব অনুমতি সাপেক্ষে বক্তব্য প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া গত সোমবার সাংবাদিকদের বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে ড. ইউনূসের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়। তবে তিনি তাতে স্বাক্ষর না করার সিদ্ধান্তের কথা জানান। পরবর্তী সময় এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, তিনি এ রকম কোনো নির্দেশনা দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত