Ajker Patrika

মার্চের মাঝামাঝি ডাকসুর রোডম্যাপ: উপাচার্য

ঢাবি সংবাদদাতা
মঙ্গলবার ঢাবির আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ‘সম্মিলিত ডাকসু আন্দোলন’ প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেন উপাচার্য। ছবি: আজকেরে পত্রিকা
মঙ্গলবার ঢাবির আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ‘সম্মিলিত ডাকসু আন্দোলন’ প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেন উপাচার্য। ছবি: আজকেরে পত্রিকা

আগামী মার্চের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জন্য কমিশন গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তিনি বলেছেন, ‘মার্চের মাঝামাঝি সময়ে সংবিধান চূড়ান্ত করে খুব দ্রুত নির্বাচন কমিশন নিয়োগ দেব। নির্বাচন কমিশন হল এবং বিভাগগুলোর সহায়তায় ভোটার তালিকা ঠিক করবে এবং রোডম্যাপ ঘোষণা করবে।’

আজ মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ‘সম্মিলিত ডাকসু আন্দোলন’ প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান উপাচার্য।

‘আজকেই ডাকসুর রোডম্যাপ ঘোষণা করতে হবে’ শিক্ষার্থীদের এ দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘পরিবর্তিত প্রেক্ষাপটে প্রত্যেকটা বিষয়ে নতুন কাঠামো ঠিক করতে হচ্ছে। অনেকগুলো জায়গা এলোমেলো হয়ে আছে। ডাকসু নির্বাচনে বড় বাধা ছিল আওয়ামী লীগের সিন্ডিকেট সদস্যদের নিয়ে আপত্তি। সেটি অনেক সাধনার পর পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত সিন্ডিকেটের আজ প্রথম সভা করবে। ২৯১টা এজেন্ডা নিয়ে এ সভায় আলোচনা হবে।’

উপাচার্য বলেন, ‘ডাকসু বিষয়ে ৩টি কমিটি খুব ভেবেচিন্তে গঠন করা হয়েছে। কমিটিগুলো খুব দ্রুতই কাজ এগিয়ে নিচ্ছে। গতকাল (সোমবার) সকল কমিটি থেকে কাজের অগ্রগতি চাওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) রাতে বা কাল (বুধবার) বিকেলের মধ্যে তারা অগ্রগতি জানাবে। তারা জানানোর পর এ অগ্রগতি আমরা শিক্ষার্থীদেরও জানিয়ে দেব।’

আচরণবিধি সংক্রান্ত কমিটির কার্যক্রম নিয়ে উপাচার্য বলেন, ‘ডাকসুর আচরণবিধি সংক্রান্ত প্রাথমিক খসড়া তৈরি হয়ে গেছে। ৪ মার্চ এই খসড়া শিক্ষার্থী এবং অংশীজনদের অনলাইনে দেখানো হবে। তারপর এটি সিন্ডিকেটে অনুমোদন পেলে চূড়ান্ত হবে।’

প্রত্যেকটি কমিটির কার্যক্রম খুব দ্রুত শেষ করে সিন্ডিকেটে ওঠানো হবে জানিয়ে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘আগামী মাসে পরপর ৩টা সিন্ডিকেট সভার আয়োজন করব। দ্বিতীয় সিন্ডিকেটে ডাকসুর সকল কার্যক্রম চূড়ান্ত করার চেষ্টা করব।’

গঠনতন্ত্র সংস্কার কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষার্থী এবং ছাত্রসংগঠনগুলোর প্রস্তাবের ভিত্তিতে সংস্কার বিষয়ের খসড়া প্রস্তুত করা হয়েছে। কালকেই এটি চূড়ান্ত করে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানার জন্য অনলাইনে দেওয়া হবে। তারপর চূড়ান্ত খসড়াটি সিন্ডিকেটে আলোচনার ভিত্তিতে অনুমোদন করা হবে।’

পরামর্শ বিষয়ক কমিটির কাজের অগ্রগতি নিয়ে উপউপাচার্য ড. সাইমা হক বিদিশা বলেন, ‘এ কমিটি অন্যান্য কমিটির অনেক পরে গঠন করা হয়েছে। কমিটি ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ইতিমধ্যে বসেছে। এ বিষয়ে প্রভোস্ট, ডিন এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে শিগগিরই বসা হবে। এ ছাড়া আগামীকালই গুগল ফরম প্রস্তুত করে শিক্ষার্থীদের পরামর্শ সংগ্রহ শুরু করা হবে।’

এর আগে দুপুর সাড়ে ১২টায় ডাকসুর রোডম্যাপ ঘোষণার দাবিতে ‘সম্মিলিত ডাকসু আন্দোলন’ ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা উপাচার্য বরাবর দাবির পক্ষে সংগৃহীত ১ হাজারের অধিক স্বাক্ষর জমা দিয়েছেন।

সম্মিলিত ডাকসু আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃস্থানীয় আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জামালুদ্দিন খালেদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। সহিংস রাজনীতির ধারা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা যারা রাজনীতি করি না, ক্যাম্পাসে তাদের কোনো অভিভাবক নেই। প্রশাসন নিজেদের মতো করে কোনো সিদ্ধান্তও নিতে পারছে না। তাদের সকল সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো দ্বারা প্রভাবিত হচ্ছে। তারা সংস্কারের কথা বলে সময়ক্ষেপণ করছে। অভ্যুত্থানের পর ৭ মাস চলে গেলেও এখনো তারা কী সংস্কার করছে, তা আমাদের বুঝে আসে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত