Ajker Patrika

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২: ১৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। সড়কে বঙ্গবন্ধু সেতুর ওপর থেকে রাবনা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে সড়কের আনালিয়া বাড়ি ও হাতিয়া এলাকায় যানবাহন বিকল হওয়া এবং গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এই যানজটের সৃষ্টি হয়। যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছে যাত্রী ও চালকেরা। গরু নিয়ে বেকায়দায় পড়েছেন ব্যবসায়ীরা। 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজটসিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া গরু ব্যবসায়ী বাবু বলেন, ‘রাত ৩টায় রওনা দিয়েছি। এখন পর্যন্ত গন্তব্যে যেতে পারলাম না। গরু বিক্রি করতে না পারলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে।’ 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের দীর্ঘ সারিমহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক নজরুল ইসলাম বলেন, ‘দিনাজপুর থেকে গতকাল দুপুরের পর রওনা দিয়েছি। কড্ডার মোড় থেকে যানজটে পড়েছি। গরমে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কের হাতিয়া ও আনালিয়া বাড়ি এলাকায় গাড়ি বিকল হওয়ায় যানজটের সৃষ্টি হয়। গাড়ি সরিয়ে নেওয়ার পর যান চলাচল শুরু হয়েছে।’ যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত