উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে লিবিয়ায় জেলখাটা ১১৪ জন বাংলাদেশি ঢাকায় এসেছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় বোরাক এয়ারের বিআরকিউ ২২০ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাঁদের সহযোগিতা করেছে। সেই সঙ্গে তাঁদের খাবার ও প্রত্যেককে ৪ হাজার ৭৫০ টাকা করে দিয়েছে।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাপস অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বলেন, লিবিয়া থেকে আগত যাত্রীরা ২০২১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাই, ওমান, মালয়েশিয়া গিয়েছিলেন। সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় যান। পরে লিবিয়া থেকে দালালেরা ত্রিপোলিতে নিয়ে তাঁদের গেমঘরে রাখে। পরে বিভিন্ন সময়ে লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনী তাঁদের গ্রেপ্তার করে। সেখানে তাঁরা প্রত্যেকে ছয় থেকে নয় মাস জেল খাটেন। পরে তাঁরা জাতিসংঘের অভিবাসন সংস্থার আউট পাস নিয়ে বাংলাদেশে আসেন।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য এসব যাত্রীর কেউ ১১ লাখ, কেউ ১২ লাখ, আবার কেউ ১৫ লাখ টাকা দিয়েছেন দালালদের।
অবৈধভাবে ইতালি যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে লিবিয়ায় জেলখাটা ১১৪ জন বাংলাদেশি ঢাকায় এসেছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় বোরাক এয়ারের বিআরকিউ ২২০ ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাঁদের সহযোগিতা করেছে। সেই সঙ্গে তাঁদের খাবার ও প্রত্যেককে ৪ হাজার ৭৫০ টাকা করে দিয়েছে।
এ বিষয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাপস অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বলেন, লিবিয়া থেকে আগত যাত্রীরা ২০২১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাই, ওমান, মালয়েশিয়া গিয়েছিলেন। সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় যান। পরে লিবিয়া থেকে দালালেরা ত্রিপোলিতে নিয়ে তাঁদের গেমঘরে রাখে। পরে বিভিন্ন সময়ে লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনী তাঁদের গ্রেপ্তার করে। সেখানে তাঁরা প্রত্যেকে ছয় থেকে নয় মাস জেল খাটেন। পরে তাঁরা জাতিসংঘের অভিবাসন সংস্থার আউট পাস নিয়ে বাংলাদেশে আসেন।
অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য এসব যাত্রীর কেউ ১১ লাখ, কেউ ১২ লাখ, আবার কেউ ১৫ লাখ টাকা দিয়েছেন দালালদের।
রাজধানীর দক্ষিণখানে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন হাসান মাহমুদ কমপ্লেক্সের ‘শিফা ফ্যাশনের’ শ্রমিকেরা। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে দক্ষিণখানের শাহ কবীর মাজার রোডের আজমপুর কাঁচাবাজার এলাকার হাসান মাহমুদ কমপ্লেক্সের সামনে তারা রাস্তা অবরোধ করে অবস্থান নিয়েছেন।
২ মিনিট আগেখাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চেঙ্গী ব্রিজ এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
৫ মিনিট আগেসংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধরা। দুটি ইউনিয়ন পুনর্বহাল না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন তাঁরা। আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ শেষে এমন ঘোষণা দেওয়া হয়।
২১ মিনিট আগেটেকনাফের সেন্ট মার্টিনে সাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ বুধবার বিকেলে টেকনাফ পৌর বোট মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে।
২৩ মিনিট আগে