Ajker Patrika

খিলগাঁওয়ে স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুন ২০২২, ১৭: ৪৮
খিলগাঁওয়ে স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় একটি বাসায় স্বামীকে ভিডিও কলে রেখে ইফাত শরীফ মিশু (৩২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মিশুর খালু ফিরোজ আলম বলেন, মিশুর স্বামী নুরে আলমের ফকিরাপুলে প্রিন্টিং ব্যবসা। সকাল থেকে তিনি ফকিরাপুলে ছিলেন। ঘটনার সময় মিশু স্বামীকে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। এটা দেখে স্বামী নুরে আলম দ্রুত বাসায় গিয়ে দরজা বন্ধ পান। পরে দরজা ভেঙে মিশুকে দ্রুত স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান। 

ফিরোজ আরও বলেন, ‘খবর পেয়ে দ্রুত ইসলামিয়া হাসপাতালে যাই। তবে সেখানে মিশুর স্বামীকে দেখতে পাই না। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মিশুকে মৃত ঘোষণা করেন।’ 

ফাঁসের কারণ সম্পর্কে ফিরোজ বলেন, ‘প্রায় দুই বছর আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয় নুরে আলমের। ওই মেয়েকে বিয়েও করে নুরে আলম। তবে পারিবারিক চাপে ওই মেয়েকে ডিভোর্স দেয় সে। এ নিয়ে তাদের পরিবারে ঝগড়া-বিবাদ লেগে থাকত। শুনেছি আবারও ওই মেয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক করেছে নুরে আলম।’ 

ফিরোজ আলম বলেন, তাঁদের বাড়ি ঢাকার দোহার সিনজুর গ্রামে। মিশুর বাবা মজিবর রহমান পরিবার নিয়ে চট্রগ্রামে থাকেন। আট বছর আগে প্রিন্টিং ব্যবসায়ী নুরে আলমের সঙ্গে বিয়ে হয় মিশুর। এরপর থেকে খিলগাঁও দক্ষিণ গোড়ানে চারতলা বাসায় ভাড়া থাকতেন। সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত