ঢামেক প্রতিবেদক, ঢাকা
রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় একটি বাসায় স্বামীকে ভিডিও কলে রেখে ইফাত শরীফ মিশু (৩২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিশুর খালু ফিরোজ আলম বলেন, মিশুর স্বামী নুরে আলমের ফকিরাপুলে প্রিন্টিং ব্যবসা। সকাল থেকে তিনি ফকিরাপুলে ছিলেন। ঘটনার সময় মিশু স্বামীকে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। এটা দেখে স্বামী নুরে আলম দ্রুত বাসায় গিয়ে দরজা বন্ধ পান। পরে দরজা ভেঙে মিশুকে দ্রুত স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান।
ফিরোজ আরও বলেন, ‘খবর পেয়ে দ্রুত ইসলামিয়া হাসপাতালে যাই। তবে সেখানে মিশুর স্বামীকে দেখতে পাই না। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মিশুকে মৃত ঘোষণা করেন।’
ফাঁসের কারণ সম্পর্কে ফিরোজ বলেন, ‘প্রায় দুই বছর আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয় নুরে আলমের। ওই মেয়েকে বিয়েও করে নুরে আলম। তবে পারিবারিক চাপে ওই মেয়েকে ডিভোর্স দেয় সে। এ নিয়ে তাদের পরিবারে ঝগড়া-বিবাদ লেগে থাকত। শুনেছি আবারও ওই মেয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক করেছে নুরে আলম।’
ফিরোজ আলম বলেন, তাঁদের বাড়ি ঢাকার দোহার সিনজুর গ্রামে। মিশুর বাবা মজিবর রহমান পরিবার নিয়ে চট্রগ্রামে থাকেন। আট বছর আগে প্রিন্টিং ব্যবসায়ী নুরে আলমের সঙ্গে বিয়ে হয় মিশুর। এরপর থেকে খিলগাঁও দক্ষিণ গোড়ানে চারতলা বাসায় ভাড়া থাকতেন। সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকায় একটি বাসায় স্বামীকে ভিডিও কলে রেখে ইফাত শরীফ মিশু (৩২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিশুর খালু ফিরোজ আলম বলেন, মিশুর স্বামী নুরে আলমের ফকিরাপুলে প্রিন্টিং ব্যবসা। সকাল থেকে তিনি ফকিরাপুলে ছিলেন। ঘটনার সময় মিশু স্বামীকে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। এটা দেখে স্বামী নুরে আলম দ্রুত বাসায় গিয়ে দরজা বন্ধ পান। পরে দরজা ভেঙে মিশুকে দ্রুত স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নিয়ে যান।
ফিরোজ আরও বলেন, ‘খবর পেয়ে দ্রুত ইসলামিয়া হাসপাতালে যাই। তবে সেখানে মিশুর স্বামীকে দেখতে পাই না। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মিশুকে মৃত ঘোষণা করেন।’
ফাঁসের কারণ সম্পর্কে ফিরোজ বলেন, ‘প্রায় দুই বছর আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্ক হয় নুরে আলমের। ওই মেয়েকে বিয়েও করে নুরে আলম। তবে পারিবারিক চাপে ওই মেয়েকে ডিভোর্স দেয় সে। এ নিয়ে তাদের পরিবারে ঝগড়া-বিবাদ লেগে থাকত। শুনেছি আবারও ওই মেয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক করেছে নুরে আলম।’
ফিরোজ আলম বলেন, তাঁদের বাড়ি ঢাকার দোহার সিনজুর গ্রামে। মিশুর বাবা মজিবর রহমান পরিবার নিয়ে চট্রগ্রামে থাকেন। আট বছর আগে প্রিন্টিং ব্যবসায়ী নুরে আলমের সঙ্গে বিয়ে হয় মিশুর। এরপর থেকে খিলগাঁও দক্ষিণ গোড়ানে চারতলা বাসায় ভাড়া থাকতেন। সংসারে এক ছেলে এক মেয়ে রয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবন নির্মাণে ২০১৪ সালে প্রকল্প অনুমোদন দিয়েছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটির এক দশকে অর্থ বরাদ্দ ৫৪৬ কোটি টাকা থেকে বেড়ে ৬৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। শেষ হয়েছে বর্ধিত মেয়াদও। তবু কাজ শেষ হয়নি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলা
২ ঘণ্টা আগেটানা বৃষ্টিপাত ও উজানের ঢলে উত্তরের নদ-নদীর পানি বেড়েছে; বিশেষ করে তিস্তা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করায় রংপুর বিভাগের অন্তত চার জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর নদীতীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড
২ ঘণ্টা আগেরাজশাহী শহরের অর্ধেকের বেশি তরুণ মানসিকভাবে ভালো নেই। বিষণ্নতায় ভুগছেন তাঁরা। গবেষকেরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগেরংপুরের কাউনিয়ায় সারের নতুন দোকান উদ্বোধনকালে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে