Ajker Patrika

শ্রীপুরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় কিশোরের ‘আত্মহত্যা’

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৮: ৫২
শ্রীপুরে মোবাইল ফোন কিনে না দেওয়ায় কিশোরের ‘আত্মহত্যা’

গাজীপুরের শ্রীপুরে নতুন মোবাইল ফোন কেনার টাকা না পেয়ে বাবার সঙ্গে অভিমান করে ছেলে ফাঁসিতে ঝুলে ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর মো. রাকিব হাসান (১৬) নেত্রকোনা জেলার বারহাটা উপজেলার চন্দ্রপুর গ্রামের মালু মিয়ার ছেলে। সে শ্রীপুরের জৈনাবাজার এলাকার মো. মুসলেম চেয়ারম্যানের বাড়িতে বাবা-মার সঙ্গে ভাড়া বাড়িতে থাকত। 

নিহতের প্রতিবেশী ভাবি আকলিমা আক্তার বলেন, কিছুদিন ধরে নতুন মোবাইল ফোন কেনার বায়না ধরে রাকিব। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাকিব তার বাবার কাছে মোবাইল কেনার জন্য টাকা চায়। কিন্তু তার বাবা টাকা দেয়নি। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বাড়ির পাশের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি হয়। টাকা না দিয়ে বাবা-মা দুজনেই নিজ নিজ কর্মস্থলে চলে যান। 

এদিকে টাকা না পেয়ে অভিমান করে নিজ ঘরে দরজা বন্ধ করে বসে থাকে রাকিব। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনেরা ডাকাডাকি করে। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাকিবকে দেখতে পায়। তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অঞ্জনা সাথী রায় আজকের পত্রিকাকে বলেন, ওই কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। এ বিষয়ে থানায় খবর দেওয়া হয়েছে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাড়িতে গিয়ে তেমন কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন মোবাইল ফোন নিয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে খোলাচিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত