নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশে এবার জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের কোভিড টিকা। আজ বৃহস্পতিবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এই কোভিড টিকা উদ্ভাবন করেছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান প্রাণ প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। এ নিয়ে দেশে চারটি কোভিড টিকার জরুরি অনুমোদন দেওয়া হলো। এর আগে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে আগামী ২ জুন ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। আজ–কালের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছবে বলে জানানো হয়েছে। তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২ জুন গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার টিকা বাংলাদেশে পাবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের টিকা ১২ বছর বা এর বেশি বয়সীদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
ফাইজারের টিকা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বলে এটির পরিবহন একটি চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। তাই, এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই, টিকা হাতে পেলে কেবল ঢাকায় বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
এদিকে সেরামের টিকা আসা বন্ধ হওয়ায় বিকল্প উৎস হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এরই মধ্যে টিকার দামও নির্ধারণ করা হয়েছে। সেরামের তুলনায় আড়াই গুণ বেশি দামে সিনোফার্মের টিকা কিনতে রাজি হয়েছে সরকার। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার। কেনা হবে দেড় কোটি ডোজ। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এটি অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সিনোফার্মের টিকা দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, চীনের সিনোফার্মের টিকার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে। চুক্তি হলে আগামী তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) ৫০ লাখ করে দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
আরও পড়ুন:
ঢাকা: দেশে এবার জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের কোভিড টিকা। আজ বৃহস্পতিবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এই কোভিড টিকা উদ্ভাবন করেছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান প্রাণ প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। এ নিয়ে দেশে চারটি কোভিড টিকার জরুরি অনুমোদন দেওয়া হলো। এর আগে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে আগামী ২ জুন ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। আজ–কালের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছবে বলে জানানো হয়েছে। তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২ জুন গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার টিকা বাংলাদেশে পাবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের টিকা ১২ বছর বা এর বেশি বয়সীদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
ফাইজারের টিকা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বলে এটির পরিবহন একটি চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। তাই, এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই, টিকা হাতে পেলে কেবল ঢাকায় বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
এদিকে সেরামের টিকা আসা বন্ধ হওয়ায় বিকল্প উৎস হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এরই মধ্যে টিকার দামও নির্ধারণ করা হয়েছে। সেরামের তুলনায় আড়াই গুণ বেশি দামে সিনোফার্মের টিকা কিনতে রাজি হয়েছে সরকার। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার। কেনা হবে দেড় কোটি ডোজ। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এটি অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সিনোফার্মের টিকা দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, চীনের সিনোফার্মের টিকার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে। চুক্তি হলে আগামী তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) ৫০ লাখ করে দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
আরও পড়ুন:
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়েছেন অফিসগামী যাত্রীরা। শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ঘট
১৩ মিনিট আগেআজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে বাহরাইনের মানামা। শহরটির বায়ুমান ১৭৭, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো— পাকিস্তানের লাহোর, ইন্দোনেশিয়ার জাকার্তা, মিশরের কায়রো ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে...
১৪ মিনিট আগেবরগুনার বিভিন্ন বনাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রতিদিন সংরক্ষিত বনভূমির শত শত গাছপালা কেটে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। নিয়মনীতির তোয়াক্কা না করে সংরক্ষিত বনাঞ্চলের পাশেই চলছে অবৈধ সব করাতকল। গড়ে উঠছে শত শত ঘরবাড়ি। সহস্রাধিক গাছ কেটে ভুয়া প্রকল্পের মাধ্যমে বনের ভেতর করা হয়েছে প্রশস্ত রাস্তা। গহিন বনের ভে
৪৩ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে বারবার রেখেছে সাহসিকতার স্বাক্ষর। সর্বশেষ ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানেও এই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রেখেছে ব্যতিক্রমী ভূমিকা।
১ ঘণ্টা আগে