নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশে এবার জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের কোভিড টিকা। আজ বৃহস্পতিবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এই কোভিড টিকা উদ্ভাবন করেছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান প্রাণ প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। এ নিয়ে দেশে চারটি কোভিড টিকার জরুরি অনুমোদন দেওয়া হলো। এর আগে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে আগামী ২ জুন ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। আজ–কালের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছবে বলে জানানো হয়েছে। তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২ জুন গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার টিকা বাংলাদেশে পাবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের টিকা ১২ বছর বা এর বেশি বয়সীদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
ফাইজারের টিকা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বলে এটির পরিবহন একটি চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। তাই, এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই, টিকা হাতে পেলে কেবল ঢাকায় বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
এদিকে সেরামের টিকা আসা বন্ধ হওয়ায় বিকল্প উৎস হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এরই মধ্যে টিকার দামও নির্ধারণ করা হয়েছে। সেরামের তুলনায় আড়াই গুণ বেশি দামে সিনোফার্মের টিকা কিনতে রাজি হয়েছে সরকার। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার। কেনা হবে দেড় কোটি ডোজ। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এটি অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সিনোফার্মের টিকা দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, চীনের সিনোফার্মের টিকার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে। চুক্তি হলে আগামী তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) ৫০ লাখ করে দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
আরও পড়ুন:
ঢাকা: দেশে এবার জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের কোভিড টিকা। আজ বৃহস্পতিবার ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এই কোভিড টিকা উদ্ভাবন করেছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার এবং জার্মান প্রাণ প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। এ নিয়ে দেশে চারটি কোভিড টিকার জরুরি অনুমোদন দেওয়া হলো। এর আগে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি এবং চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে আগামী ২ জুন ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে। আজ–কালের মধ্যে এ সংক্রান্ত চূড়ান্ত নথিপত্র স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছবে বলে জানানো হয়েছে। তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে স্বাস্থ্য বিভাগ।
এর আগে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ২ জুন গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার টিকা বাংলাদেশে পাবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের টিকা ১২ বছর বা এর বেশি বয়সীদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হবে।
ফাইজারের টিকা নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বলে এটির পরিবহন একটি চ্যালেঞ্জ। এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। তাই, এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই, টিকা হাতে পেলে কেবল ঢাকায় বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।
এদিকে সেরামের টিকা আসা বন্ধ হওয়ায় বিকল্প উৎস হিসেবে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে। এরই মধ্যে টিকার দামও নির্ধারণ করা হয়েছে। সেরামের তুলনায় আড়াই গুণ বেশি দামে সিনোফার্মের টিকা কিনতে রাজি হয়েছে সরকার। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার। কেনা হবে দেড় কোটি ডোজ। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এটি অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি সিনোফার্মের টিকা দেশে আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র।
বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, চীনের সিনোফার্মের টিকার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে। চুক্তি হলে আগামী তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) ৫০ লাখ করে দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
আরও পড়ুন:
গাজীপুরের শ্রীপুরে এক কারখানার দুই শ্রমিককে অস্ত্রের মুখে তুলে নিয়ে মুক্তপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণকারীদের মুক্তিপণ দাবির ফোন পেয়েই এক মা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। অপহরণকারীরা দুজনকে তুলে নিয়ে বেদম মারধর করে বাড়িতে মুক্তিপণ দাবি করে ফোন দেয়। সন্তান অপহরণের শিকার এমন খবর পেয়ে এক নারী (মা) মারা গেল
১৪ মিনিট আগেবিশ্ব হিজাব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো ‘হিজাব র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের ভিসি চত্বর থেকে র্যালিটি শুরু হয়। টিএসসি হয়ে রাসেল টাওয়ার ঘুরে আবারও রাজু ভাস্কর্যে গিয়ে এটি শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
৩৩ মিনিট আগেঅবৈধপথে ইতালি যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গিয়ে ফরিদপুরের দুই যুবককে হত্যার ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পরিবারের অভিযোগ, ইতালি যাওয়ার জন্য প্রত্যেক পরিবার দালাল চক্রকে ১৬ লাখ টাকা দেয়। কিন্তু সেই টাকা লিবিয়ার মাফিয়াদের দেওয়া হয়নি বলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হত্যা করে। হত্যার বিষয়টি ধামাচাপা দিতে বা
৪৩ মিনিট আগেকাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক শিক্ষার্থী। তাঁর নাম মো. আমিরুল ইসলাম। তিনি উপজেলার সেকান্দারখালী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে এবং আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে শিক্ষার্থী আমিরুল এই উদ্যোগ নিয়েছেন। ক
১ ঘণ্টা আগে