প্রতিনিধি, মুন্সিগঞ্জ
দেশজুড়ে চলমান লকডাউন ও কঠোর বিধিনিষেধের কারণে টানা সাত দিন শিমুলিয়া ঘাট যাত্রীশূন্য ছিল। হঠাৎ বৃহস্পতিবার সকালে ৯টা থেকে শিমুলিয়া ঘাটে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
আসন্ন কোরবানি ঈদের আগে লকডাউন থাকবে এমন আশঙ্কায় রাজধানী ছেড়ে ফের গ্রামের পথে ছুটছে দক্ষিণবঙ্গগামী যাত্রীরা।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পাওয়ায় তিনটি ফেরিঘাট চালু করা হয়েছে। এর আগে কঠোর লকডাউনের শুরু থেকে প্রথম সাত দিন শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডগুলো যানবাহন ও যাত্রীশূন্য হয়ে পড়েছিল। ফলে ঘাট এলাকায় তিনটি ফেরিঘাটের জায়গায় একটি ঘাট চালু ছিল।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানী ঢাকা থেকে যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলে করে ঘাটে আসছে। ঘাটে ব্যক্তিগত ও অ্যাম্বুলেন্সসহ শতাধিক গাড়ি ফেরির অপেক্ষায় রয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাসেল মোশাররফ আজকের পত্রিকাকে বলেন, `ঘাটে মানুষের চাপ বেশি। সকাল থেকে বিভিন্ন অজুহাতে মানুষ অ্যাম্বুলেন্সে করেও ঘাটে আসছে। তবে ঘাটের প্রবেশমুখগুলোতে ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে আমরা চেষ্টা করছি যাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানাতে।'
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহ–উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ফের লকডাউনের সময় বৃদ্ধির আশঙ্কায় যাত্রীর চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে ঘাট এলাকায়। বর্তমানে ৯টি ফেরি দিয়ে ঘাট স্বাভাবিক রেখে চলছে যাত্রী ও যানবাহন পারাপার।
দেশজুড়ে চলমান লকডাউন ও কঠোর বিধিনিষেধের কারণে টানা সাত দিন শিমুলিয়া ঘাট যাত্রীশূন্য ছিল। হঠাৎ বৃহস্পতিবার সকালে ৯টা থেকে শিমুলিয়া ঘাটে যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
আসন্ন কোরবানি ঈদের আগে লকডাউন থাকবে এমন আশঙ্কায় রাজধানী ছেড়ে ফের গ্রামের পথে ছুটছে দক্ষিণবঙ্গগামী যাত্রীরা।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বৃদ্ধি পাওয়ায় তিনটি ফেরিঘাট চালু করা হয়েছে। এর আগে কঠোর লকডাউনের শুরু থেকে প্রথম সাত দিন শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডগুলো যানবাহন ও যাত্রীশূন্য হয়ে পড়েছিল। ফলে ঘাট এলাকায় তিনটি ফেরিঘাটের জায়গায় একটি ঘাট চালু ছিল।
সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানী ঢাকা থেকে যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলে করে ঘাটে আসছে। ঘাটে ব্যক্তিগত ও অ্যাম্বুলেন্সসহ শতাধিক গাড়ি ফেরির অপেক্ষায় রয়েছে।
মাওয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাসেল মোশাররফ আজকের পত্রিকাকে বলেন, `ঘাটে মানুষের চাপ বেশি। সকাল থেকে বিভিন্ন অজুহাতে মানুষ অ্যাম্বুলেন্সে করেও ঘাটে আসছে। তবে ঘাটের প্রবেশমুখগুলোতে ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে আমরা চেষ্টা করছি যাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানাতে।'
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহ–উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ফের লকডাউনের সময় বৃদ্ধির আশঙ্কায় যাত্রীর চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে ঘাট এলাকায়। বর্তমানে ৯টি ফেরি দিয়ে ঘাট স্বাভাবিক রেখে চলছে যাত্রী ও যানবাহন পারাপার।
নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে জুটের গুদাম ও গেঞ্জি কাপড়ের ছাপাখানা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার সস্তাপুর হযরত শাহের মাজারসংলগ্ন জুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।
৭ মিনিট আগেমাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।
১০ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে অটোরিকশা ছিনিয়ে নেওয়া দুর্বৃত্তদের কোপে আহত চালক আবু হানিফ (৪৫) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। হানিফ সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়ার শামসুল হক খানের ছেলে। ৫ এপ্রিল রাতে যাত্রীবেশে অটোরিকশায় ওঠা তিন ব্যক্তি হানিফকে কুপিয়ে তাঁর রিকশাটি নিয়ে...
১৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন নামে একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
২০ মিনিট আগে