Ajker Patrika

পুলিশ দেখেই দৌড়, ট্রেনের ধাক্কায় আহত লেবুবিক্রেতা 

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২২: ০৬
পুলিশ দেখেই দৌড়, ট্রেনের ধাক্কায় আহত লেবুবিক্রেতা 

গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন জয়দেবপুর রেল জংশনসংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার ডিউটিতে ছিলেন এক পুলিশ কর্মকর্তা। নিয়মিত টহল হিসেবে তিনি সেখানে গেলে তাঁকে দেখে প্রতিদিনের ন্যায় হকাররা ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে এক লেবুবিক্রেতা দৌড়ে পালানোর সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। এতে তাঁর পা কেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

পরে তাঁকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত লেবুবিক্রেতার নাম পরিতোষ চক্রবর্তী (৪৫)। তাঁর বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার নওগাঁদা গ্রামে। তিনি গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন জয়দেবপুর রেলক্রসিং এলাকায় ফুটপাতে বসে লেবু বিক্রি করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন জয়দেবপুর রেল জংশনসংলগ্ন ক্রসিং এলাকায় দীর্ঘদিন যাবৎ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ ও অবৈধ বাজার বসে। ফলে ফুটপাত দিয়ে মানুষের চলাচল কষ্টকর হয়ে পড়ে। এ কারণে প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যেই এসব অবৈধ হকার ও দোকানপাট উচ্ছেদ করা হয়। কিন্তু প্রভাবশালীদের ছত্রছায়ায় হকার ও দোকানপাট আবার বসে।

সূত্র আরও জানায়, আজ মঙ্গলবার সেখানে পরিতোষও লেবু বিক্রির জন্য পসরা সাজিয়ে লেবু প্যাকেট করছিলেন। দুপুর ১২টার দিকে সদর মেট্রো থানার এএসআই জহির ইসলাম ওই এলাকায় ডিউটিতে ছিলেন। পুলিশ দেখে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিনের মতো এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন।

এ সময় জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী একতা ট্রেনের সঙ্গে পরিতোষ চক্রবর্তীর ধাক্কা লাগে। তিনি পড়ে গেলে তাঁর বাম পা আংশিক কেটে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের এসআই শহিদুল্লাহ হিরু জানান, পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে ওই লেবু ব্যবসায়ী দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে পা কেটে আহত হন। তবে পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়নি। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম জানান, জয়দেবপুর রেল জংশনসংলগ্ন ক্রসিং এলাকায় দীর্ঘদিন যাবৎ হকাররা ফুটপাত দখল করে ঝুঁকিপূর্ণভাবে দোকান বসিয়ে থাকেন। এতে পথচারীদের অসুবিধা হয়। ট্রেনের কারণে সবার জন্য এটি ঝুঁকিপূর্ণ। অনেক সময় এসব অবৈধ দোকানি ও ফুটপাত দখলকারীরা পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়।

ওসি সৈয়দ রাফিউল করিম আরও বলেন, ‘আজ মঙ্গলবার দুপুরে এএসআাই জহির রেলক্রসিংয়ে ডিউটিতে ছিলেন। এ সময় পুলিশ দেখে ওই লেবুবিক্রেতা দৌড় দিয়ে পালানোর সময় অসাবধানতাবশত ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এ সময় তিনি পা কেটে আহত হন। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। মানবিক কারণে তাঁর চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত