শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
ভালোবেসে শিবচরের যুবককে বিয়ে করেছেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। তবে গতকাল শুক্রবার শিবচরের পারলারে বিয়ের সাজ সাজতে গিয়ে তাঁর ফিফটিন প্লাস মডেলের আইফোনটি হারিয়েছেন তিনি। পরে থানায় অভিযোগসহ আইনগত প্রক্রিয়া শেষে বিয়ের অনুষ্ঠানে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তাঁর।
জানা গেছে, শুক্রবার সকালে বিয়ের জন্য সাজতে শিবচরের একটি পারলারে আসেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। সেখানে নিজের
আইফোনটি একটি টেবিলের ওপর রাখেন। পরে সেটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, ‘সকালে শিবচরের স্বর্ণকার পট্টির পাকিস্তানি বিউটি পারলারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পারলারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী পারলারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। এটি খুবই দুঃখজনক। পারলারে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।’
পাকিস্তানি বিউটি পারলারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, ‘আমার পারলারে সারাক্ষণই কাস্টমার থাকেন। ওই বিদেশি মেয়ে আর তাঁর সঙ্গে আরও একজনসহ দুজন সাজের জন্য আসে। ফোনটি সারাক্ষণই তাঁর হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের ওপর রেখে নাকফুল পড়তে গেলে ওই সময়ই বোরকা পরা এক মহিলা এসে ফোনটি নিয়ে বেড়িয়ে যায়। তখন আমি আরেকটি কাজ করছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় মালামাল নিজেদের সঙ্গে রাখতে বলি। নিজ দায়িত্বে রাখার জন্য বলা হয়।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।’
ভালোবেসে শিবচরের যুবককে বিয়ে করেছেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। তবে গতকাল শুক্রবার শিবচরের পারলারে বিয়ের সাজ সাজতে গিয়ে তাঁর ফিফটিন প্লাস মডেলের আইফোনটি হারিয়েছেন তিনি। পরে থানায় অভিযোগসহ আইনগত প্রক্রিয়া শেষে বিয়ের অনুষ্ঠানে ফিরতে সন্ধ্যা হয়ে যায় তাঁর।
জানা গেছে, শুক্রবার সকালে বিয়ের জন্য সাজতে শিবচরের একটি পারলারে আসেন ইন্দোনেশীয় তরুণী ইফহা। সেখানে নিজের
আইফোনটি একটি টেবিলের ওপর রাখেন। পরে সেটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, ‘সকালে শিবচরের স্বর্ণকার পট্টির পাকিস্তানি বিউটি পারলারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পারলারের ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত এক নারী পারলারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। এটি খুবই দুঃখজনক। পারলারে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।’
পাকিস্তানি বিউটি পারলারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, ‘আমার পারলারে সারাক্ষণই কাস্টমার থাকেন। ওই বিদেশি মেয়ে আর তাঁর সঙ্গে আরও একজনসহ দুজন সাজের জন্য আসে। ফোনটি সারাক্ষণই তাঁর হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের ওপর রেখে নাকফুল পড়তে গেলে ওই সময়ই বোরকা পরা এক মহিলা এসে ফোনটি নিয়ে বেড়িয়ে যায়। তখন আমি আরেকটি কাজ করছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমরা সব সময় মালামাল নিজেদের সঙ্গে রাখতে বলি। নিজ দায়িত্বে রাখার জন্য বলা হয়।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, ‘ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।’
রাজধানীর উত্তরায় ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ পাঠ করা হয়েছে। এ সময় নয় দফা দাবি প্রস্তাবনা করা হয়েছে। উত্তরার মুগ্ধ মঞ্চে আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা পত্র পাঠ করেন জুলাই বিপ্লবে গুলিতে আহত তরুণ রাইসুল ইসলাম রাতুল। অনুষ্ঠানটির আয়োজন করে উত্তরার সাধারণ ছাত্র জনতার ব্যানারে।
১ ঘণ্টা আগেবিদেশে পাঠানোর নামে প্রতারণা করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি কথিত ট্রাভেল এজেন্সির মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, উত্তরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কাউন্সিলের মালিক আতিকুল হক ওরফে আতিফ (৪৫) ও লাকী আক্তার (৪০) এবং তাদের সহযোগী নাছির সিকদার (২১)।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফাহিম বয়াতি (১৮) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংরা গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেভোলার তজুমদ্দিন উপজেলায় চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইকবাল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক মো. সেলিম স্বাক্ষরিত...
২ ঘণ্টা আগে