গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করার অভিযোগ মিলেছে। এ জন্য গতকাল সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুন নাহারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস। তবে এ নিয়ে আজিজুন নাহারের দাবি, তৃতীয় প্রান্তিক পরীক্ষার জন্য নয়, সাপ্তাহিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে থেকে ফি নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিক পরীক্ষায় (সমাপনী) শিক্ষার্থী অথবা তাঁর অভিভাবকের কাছ থেকে কোনোভাবেই ফি আদায় করা যাবে না মর্মে সাবধান করে গত ২৭ নভেম্বর নির্দেশনা জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
উপজেলার সূতি ক্লাস্টারে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুন নাহার স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে বাধ্যতামূলকভাবে ফি আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে। দুদিন আগে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে ওই স্কুল পরিদর্শনকালে অভিযোগের সত্যতা মিলে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান জিন্না জানান, ওই বিদ্যালয়ের পরীক্ষাসংক্রান্ত খরচ চালানোর জন্য স্লিপ খাতে ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সে টাকা নিজের হাতে রেখে ওই প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক ফি আদায় করেছেন বলে জানা গেছে। এ জন্য গত সোমবার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য সোহেল হোসেন জানান, এই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুরা। তাদের কাছ থেকে বাধ্যতামূলক ফি আদায় করায় অনেক শিশুর পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পরে।
এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, গতকাল ২০ ডিসেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের এক সভায় ফি আদায়ের ওই বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হয়। ঘটনাটি খুবই দুঃখজনক।
প্রধান শিক্ষক আজিজুন নাহার জানান, ‘তৃতীয় প্রান্তিক নয়, সাপ্তাহিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এসব ফি তোলা হয়। শিক্ষা অফিসের আপত্তি থাকলে ওই টাকা ফেরত দেওয়া হবে।’
এ নিয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে।’
টাঙ্গাইলের গোপালপুরে সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় করার অভিযোগ মিলেছে। এ জন্য গতকাল সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুন নাহারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা শিক্ষা অফিস। তবে এ নিয়ে আজিজুন নাহারের দাবি, তৃতীয় প্রান্তিক পরীক্ষার জন্য নয়, সাপ্তাহিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছে থেকে ফি নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২২ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিক পরীক্ষায় (সমাপনী) শিক্ষার্থী অথবা তাঁর অভিভাবকের কাছ থেকে কোনোভাবেই ফি আদায় করা যাবে না মর্মে সাবধান করে গত ২৭ নভেম্বর নির্দেশনা জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
উপজেলার সূতি ক্লাস্টারে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুন নাহার স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে বাধ্যতামূলকভাবে ফি আদায় করেছেন বলে অভিযোগ উঠেছে। দুদিন আগে উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে ওই স্কুল পরিদর্শনকালে অভিযোগের সত্যতা মিলে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান জিন্না জানান, ওই বিদ্যালয়ের পরীক্ষাসংক্রান্ত খরচ চালানোর জন্য স্লিপ খাতে ৭০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সে টাকা নিজের হাতে রেখে ওই প্রধান শিক্ষক পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক ফি আদায় করেছেন বলে জানা গেছে। এ জন্য গত সোমবার তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ওই স্কুলের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য সোহেল হোসেন জানান, এই প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুরা। তাদের কাছ থেকে বাধ্যতামূলক ফি আদায় করায় অনেক শিশুর পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পরে।
এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, গতকাল ২০ ডিসেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের এক সভায় ফি আদায়ের ওই বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হয়। ঘটনাটি খুবই দুঃখজনক।
প্রধান শিক্ষক আজিজুন নাহার জানান, ‘তৃতীয় প্রান্তিক নয়, সাপ্তাহিক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এসব ফি তোলা হয়। শিক্ষা অফিসের আপত্তি থাকলে ওই টাকা ফেরত দেওয়া হবে।’
এ নিয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হবে।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২০ মিনিট আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
২৯ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৩২ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
১ ঘণ্টা আগে