Ajker Patrika

নির্বাচন-পরবর্তী সহিংসতা: রূপগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২১: ২৭
নির্বাচন-পরবর্তী সহিংসতা: রূপগঞ্জে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে দাউদপুর ইউনিয়ন পরিষদ এলাকায় কম্বল বিতরণের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর। একই সময় পরিষদের গেটের সামনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। একই জায়গায় পাশাপাশি দুটি কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বেলা দেড়টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রূপগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গাড়িতে অগ্নিসংযোগ।এ সময় দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ইউপি চেয়ারম্যানের ব্যবহৃত গাড়িতেও আগুন দেওয়া হয়। এ সময় অবরুদ্ধ থাকেন চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর।

অন্যদিকে আরেক পক্ষ স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বিকেলে উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল বের করে।

রূপগঞ্জে দুপক্ষের সংঘর্ষে গাড়িতে অগ্নিসংযোগ।এ বিষয়ে দাউদপুর পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বলেন, ‘অনুষ্ঠানে পূর্বপরিকল্পিতভাবে দলের নামধারী সন্ত্রাসীরা আমার লোকজনের ওপর হামলা করে এবং গাড়িতে আগুন দেয়। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

অন্যদিকে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আলোচনা সভাতে চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। সেখানে থাকা চেয়ার-টেবিল, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীর টানানো ছবি ভাঙচুর করে।’

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত