নারায়ণগঞ্জ প্রতিনিধি
নির্বাচন-পরবর্তী সহিংসতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে দাউদপুর ইউনিয়ন পরিষদ এলাকায় কম্বল বিতরণের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর। একই সময় পরিষদের গেটের সামনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। একই জায়গায় পাশাপাশি দুটি কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বেলা দেড়টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ইউপি চেয়ারম্যানের ব্যবহৃত গাড়িতেও আগুন দেওয়া হয়। এ সময় অবরুদ্ধ থাকেন চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর।
অন্যদিকে আরেক পক্ষ স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বিকেলে উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল বের করে।
এ বিষয়ে দাউদপুর পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বলেন, ‘অনুষ্ঠানে পূর্বপরিকল্পিতভাবে দলের নামধারী সন্ত্রাসীরা আমার লোকজনের ওপর হামলা করে এবং গাড়িতে আগুন দেয়। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
অন্যদিকে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আলোচনা সভাতে চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। সেখানে থাকা চেয়ার-টেবিল, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীর টানানো ছবি ভাঙচুর করে।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’
নির্বাচন-পরবর্তী সহিংসতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সমর্থকদের সংঘর্ষে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ থাকেন ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে দাউদপুর ইউনিয়ন পরিষদ এলাকায় কম্বল বিতরণের আয়োজন করেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর। একই সময় পরিষদের গেটের সামনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা। একই জায়গায় পাশাপাশি দুটি কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বেলা দেড়টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় দাউদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। ইউপি চেয়ারম্যানের ব্যবহৃত গাড়িতেও আগুন দেওয়া হয়। এ সময় অবরুদ্ধ থাকেন চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর।
অন্যদিকে আরেক পক্ষ স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর বিকেলে উভয় পক্ষের লোকজন পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল বের করে।
এ বিষয়ে দাউদপুর পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বলেন, ‘অনুষ্ঠানে পূর্বপরিকল্পিতভাবে দলের নামধারী সন্ত্রাসীরা আমার লোকজনের ওপর হামলা করে এবং গাড়িতে আগুন দেয়। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’
অন্যদিকে দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আলোচনা সভাতে চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীরের সন্ত্রাসী বাহিনী আক্রমণ করে ও দলীয় কার্যালয়ে হামলা চালায়। সেখানে থাকা চেয়ার-টেবিল, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীর টানানো ছবি ভাঙচুর করে।’
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’
সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আহত শ্রমিক, নিহত শ্রমিকদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সাভার বাসস্ট্যান্ডের পাশে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
৩০ মিনিট আগেপুরোনো প্রকল্পের ব্যর্থতা থেকে শিক্ষা না নিয়ে দাতা সংস্থার ‘প্রেসক্রিপশনের’ অন্ধ অনুসরণে নতুন প্রকল্প নেওয়া অপরিণামদর্শী ও সরকারি অর্থের শ্রাদ্ধ হবে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে আয়কর আদায় সহজ ও কর ফাঁকি রোধে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার
৩০ মিনিট আগেনোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপান করেছেন। হাসপাতালে নেওয়ার পর স্ত্রীর মৃত্যু হয়। গতকাল বুধবার সন্ধ্যায় বজরা হাসপাতালে মারা যান ফাতেমা আক্তার (২৭)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আব্দুর রহিম (৩২)। তাঁদের বাড়ি পাঁচগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড...
১ ঘণ্টা আগেদিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে