ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করার আদেশে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শ্রমিকেরা। তাঁরা সড়ক অবরোধসহ ফরিদপুর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন স্থগিতের খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। দুপুর তিনটা থেকে তাঁরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
এর আগে ঢাকা জেলা ও দায়রা জজ এর দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ এ স্থগিতের আদেশ দেন। ওই আদেশে দেখা যায়, মাহাবুব উদ্দিন মোল্যা নামে এক ব্যক্তি শ্রম আদালতে নির্বাচন বন্ধের জন্য আবেদন করেন। এর প্রেক্ষিতে আগামীকাল নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, নতুন বাস টার্মিনাল এলাকায় টায়ার জ্বালিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করতে থাকে। এ সময় তাঁরা শহরের মধ্য দিয়ে চলাচলরত সব যানবাহন বন্ধ করে দেন। এ ছাড়া নতুন টার্মিনাল থেকে সব বাস চলাচল বন্ধ করে দেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, আগামীকাল আমাদের নির্বাচন। এ নির্বাচন কেন বন্ধ করা হলো? যতক্ষণ না পর্যন্ত আমাদের নির্বাচন না দেবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।
খবর পেয়ে সেখানে ছুটে আসেন কোতোয়ালি থানা-পুলিশ। তারা বিক্ষুব্ধদের থামানোর চেষ্টা করেন। তবে শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান বলেন, আমরা শ্রমিকদের থামানোর চেষ্টা করছি, যাতে কোনো যান মালের ক্ষতি না হয়। তারা দাবি আগামীকাল যেন নির্বাচন হয়।
ফরিদপুরে মোটর ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত করার আদেশে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শ্রমিকেরা। তাঁরা সড়ক অবরোধসহ ফরিদপুর থেকে সব রুটের বাস চলাচল বন্ধ রেখেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন স্থগিতের খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। দুপুর তিনটা থেকে তাঁরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
এর আগে ঢাকা জেলা ও দায়রা জজ এর দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ এ স্থগিতের আদেশ দেন। ওই আদেশে দেখা যায়, মাহাবুব উদ্দিন মোল্যা নামে এক ব্যক্তি শ্রম আদালতে নির্বাচন বন্ধের জন্য আবেদন করেন। এর প্রেক্ষিতে আগামীকাল নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, নতুন বাস টার্মিনাল এলাকায় টায়ার জ্বালিয়ে শ্রমিকেরা বিক্ষোভ করতে থাকে। এ সময় তাঁরা শহরের মধ্য দিয়ে চলাচলরত সব যানবাহন বন্ধ করে দেন। এ ছাড়া নতুন টার্মিনাল থেকে সব বাস চলাচল বন্ধ করে দেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, আগামীকাল আমাদের নির্বাচন। এ নির্বাচন কেন বন্ধ করা হলো? যতক্ষণ না পর্যন্ত আমাদের নির্বাচন না দেবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।
খবর পেয়ে সেখানে ছুটে আসেন কোতোয়ালি থানা-পুলিশ। তারা বিক্ষুব্ধদের থামানোর চেষ্টা করেন। তবে শ্রমিকেরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান হাসান বলেন, আমরা শ্রমিকদের থামানোর চেষ্টা করছি, যাতে কোনো যান মালের ক্ষতি না হয়। তারা দাবি আগামীকাল যেন নির্বাচন হয়।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
২ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
২ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
২ ঘণ্টা আগে