Ajker Patrika

নাসিক নির্বাচন: মাস্ক ছাড়া ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটারদের

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৩: ১৭
নাসিক নির্বাচন: মাস্ক ছাড়া ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না ভোটারদের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সকাল থেকেই চলছে ভোটগ্রহণ। ভোটকেন্দ্রে ভোটারদের মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। আজ রোববার সকালে কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় ভোটাররা বাইরে মাস্ক ছাড়া লাইনে দাঁড়িয়ে আছেন। কিন্তু ভোটকেন্দ্র প্রবেশের সময় নিরাপত্তাকর্মীরা মাস্ক ছাড়া কাউকে ভোটকেন্দ্র প্রবেশ করতে দিচ্ছেন না। 

পাইনাদি নতুন মহল্লা এলাকার ভোটার হানিফ বলেন, ‘আমি প্রথমে মাস্ক ছাড়া এসে লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমাকে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেয় নাই। পরে আমি মাস্ক পরে ভোটকেন্দ্রে প্রবেশ করি।’ 

লাভলী আক্তার নামে এক নারী ভোটার বলেন, ‘মাস্ক না পরে আসায় আমাকে ভো কেন্দ্রে প্রবেশ করতে দেয় নাই। পরে এক প্রার্থীর লোক আমাকে মাস্ক দিলে আমি তা পরে ভোটকেন্দ্রে প্রবেশ করি।’ 

উল্লেখ্য, দেশে করোনা শনাক্তের হার ও সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার এরই মধ্যে বিধিনিষেধ আরোপ করেছে। এই পরিস্থিতিতে ভোটকেন্দ্রে প্রবেশে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর আছে প্রশাসন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত