Ajker Patrika

ঘিওরে তেরশ্রী গণহত্যা দিবস পালিত

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৭: ১৯
ঘিওরে তেরশ্রী গণহত্যা দিবস পালিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে নিহত ব্যক্তিদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।   

দুপুরে স্মৃতিস্তম্ভের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম পি. পি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াদিয়া শাবাব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. মোমিন উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একরামুল ইসলাম কবির, শহীদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক স্বমেশ্বর প্রসাদ রায় চৌধুরী প্রমুখ। 

উল্লেখ্য, ২২ নভেম্বর তেরশ্রী ট্র্যাজেডি দিবস। দিনটি মানিকগঞ্জবাসীর কাছে এক কলঙ্কিত দিন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের সহযোগিতায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার  ৪টি গ্রামের ঘুমন্ত মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে এবং পেট্রল ঢেলে আগুন দিয়ে হত্যা করে ৪৩ জন নিরপরাধ মানুষকে। বর্বর এই হত্যাকাণ্ডের বিচার না পাওয়া মানুষের দীর্ঘশ্বাস এখনো বাতাসে ভেসে বেড়ায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত