Ajker Patrika

গুন্ডামি-চাঁদাবাজি বন্ধ হয়নি, হাতবদল হয়েছে: মুফতি ফয়জুল করীম

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ২০: ০২
গুন্ডামি-চাঁদাবাজি বন্ধ হয়নি, হাতবদল হয়েছে: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম বলেছেন, ‘৫ আগস্টের পর এ দেশে হাত পরিবর্তন হয়েছে। কিন্তু গুন্ডামি, চাঁদাবাজি ও দুর্নীতি পরিবর্তন হয়নি। গুন্ডামি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে ঐকমত্য হতে হবে। আপনারা শপথ নিন, যে দলের মধ্যে চাঁদাবাজ আছে, খুনি আছে, ধর্ষক আছে আমরা তাদের ভোট দেব না।’

আজ বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর রেলগেট শহীদ স্মৃতি চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজবাড়ী জেলা শাখা আয়োজিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম আরও বলেন, ভবিষ্যতে দুর্নীতি ও জালেমমুক্ত দেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নয়, নীতির পরিবর্তন করতে চায়। ভবিষ্যতে দেশ গড়তে হাতপাখার জন্য কাজ করার ও ইসলামের দাওয়াত দেওয়ার আহ্বান জানান তিনি। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুফতি শামসুল হুদার সভাপতিত্বে গণ-সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আমীনুল ইসলাম কাশেমী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. গোলাম কিবরিয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত