নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। দীর্ঘদিন ধরেই এ দাবি জানিয়ে আসছে সংগঠনটি। এবার দাবি না মানলে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধনের মতো কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরে এমন ঘোষণা দেন সংগঠনটির নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে।
তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়কে পাঁচ দিনব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ও ধর্মীয় রীতিনীতি মেনেই দুর্গাপূজা সম্পাদন করতে হয়। দুর্গাপূজার মূল তিনটি দিনই হলো সপ্তমী, অষ্টমী ও নবমী। এ উপলক্ষে দিন-রাত পূজার কাজে ব্যস্ত থেকে ধর্মীয় অনুশাসন মেনে সার্থকভাবে দুর্গাপূজা সম্পাদন করতে হয়। দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের শিকার। কারণ পাঁচ দিনের দুর্গাপূজায় মাত্র এক দিন সরকারি ছুটি, যার কারণে হিন্দু সম্প্রদায়ের অনেকেই পূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পূজার আনন্দ, ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারে না। এমনকি পরিবারের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিতে পারে না। আমরা প্রতিবারই স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করি দুর্গাপূজার সরকারি ছুটি তিন দিন করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর পাইনি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, যেন এবার থেকেই দুর্গাপূজায় সরকারি ছুটি তিন দিন ঘোষণা করা হয়।’
তিন দিন ছুটিসহ প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামন্দিরে সরকারি খরচে সিসি ক্যামেরার ব্যবস্থা; প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগে থেকে পূজা চলাকালীন নিরাপত্তা জোরদার করা; সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠনের দ্রুত বাস্তবায়ন করা। ডিজিটাল নিরাপত্তা আইন সবার জন্য সমান প্রয়োগের দাবি তুলে পলাশ কান্তি দে বলেন, ‘অনতিবিলম্বে আমরা আশা করব সরকারের পক্ষ থেকে তিন দিন সরকারি ছুটিসহ অন্যান্য বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসবে। তা না হলে আগামী ১৩ অক্টোবর দাবি আদায়ের সপক্ষে ঢাকাসহ দেশব্যাপী হিন্দু মহাজোট মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’
সংগঠনের সভাপতি প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী ড. সোনালী দাস। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সহসভাপতি প্রভাস চন্দ্র মণ্ডল, জগন্নাথ হালদার, সুনীল মালাকার, হিন্দু যুব মহাজোটের প্রধান সমন্বয়কারী পঙ্কজ হালদারসহ আরও অনেকেই।
শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। দীর্ঘদিন ধরেই এ দাবি জানিয়ে আসছে সংগঠনটি। এবার দাবি না মানলে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধনের মতো কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
আজ শুক্রবার রাজধানীর প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চার দফা দাবি তুলে ধরে এমন ঘোষণা দেন সংগঠনটির নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে।
তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়কে পাঁচ দিনব্যাপী ধর্মীয় কর্মযজ্ঞে ব্যস্ত থেকে ও ধর্মীয় রীতিনীতি মেনেই দুর্গাপূজা সম্পাদন করতে হয়। দুর্গাপূজার মূল তিনটি দিনই হলো সপ্তমী, অষ্টমী ও নবমী। এ উপলক্ষে দিন-রাত পূজার কাজে ব্যস্ত থেকে ধর্মীয় অনুশাসন মেনে সার্থকভাবে দুর্গাপূজা সম্পাদন করতে হয়। দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় বিভিন্নভাবে বৈষম্যের শিকার। কারণ পাঁচ দিনের দুর্গাপূজায় মাত্র এক দিন সরকারি ছুটি, যার কারণে হিন্দু সম্প্রদায়ের অনেকেই পূজার শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে পূজার আনন্দ, ধর্মীয় যজ্ঞ শেষ করতে পারে না। এমনকি পরিবারের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিতে পারে না। আমরা প্রতিবারই স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করি দুর্গাপূজার সরকারি ছুটি তিন দিন করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর পাইনি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, যেন এবার থেকেই দুর্গাপূজায় সরকারি ছুটি তিন দিন ঘোষণা করা হয়।’
তিন দিন ছুটিসহ প্রতিটি স্থায়ী ও অস্থায়ী পূজামন্দিরে সরকারি খরচে সিসি ক্যামেরার ব্যবস্থা; প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগে থেকে পূজা চলাকালীন নিরাপত্তা জোরদার করা; সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠনের দ্রুত বাস্তবায়ন করা। ডিজিটাল নিরাপত্তা আইন সবার জন্য সমান প্রয়োগের দাবি তুলে পলাশ কান্তি দে বলেন, ‘অনতিবিলম্বে আমরা আশা করব সরকারের পক্ষ থেকে তিন দিন সরকারি ছুটিসহ অন্যান্য বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসবে। তা না হলে আগামী ১৩ অক্টোবর দাবি আদায়ের সপক্ষে ঢাকাসহ দেশব্যাপী হিন্দু মহাজোট মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।’
সংগঠনের সভাপতি প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী ড. সোনালী দাস। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সহসভাপতি প্রভাস চন্দ্র মণ্ডল, জগন্নাথ হালদার, সুনীল মালাকার, হিন্দু যুব মহাজোটের প্রধান সমন্বয়কারী পঙ্কজ হালদারসহ আরও অনেকেই।
খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
৩ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৭ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
৩৩ মিনিট আগে