ঢাবি সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় একই সেটের প্রশ্নপত্রে ধারাক্রমে অসংগতি দেখা গেছে। একই সঙ্গে কিছু প্রশ্নপত্রে চারটি প্রশ্ন পুনরাবৃত্তি হয়েছে। বিষয়টি পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে।
এ ধরনের অসংগতির কারণে ওএমআর রিডারের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরীক্ষার্থীদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়িত হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণে দেখা যায়, ‘এ’ ও ‘বি’ সেটের দ্বিতীয় পাতার ১২টি প্রশ্নের বিন্যাসে অসামঞ্জস্য রয়েছে। সাধারণত পৃথক সেটের প্রশ্নে এমন ভিন্নতা বা এলোমেলো থাকে। তবে একই সেটে প্রশ্নক্রমের বৈসাদৃশ্য থাকতে পারে না।
এ ছাড়া, ‘এ’ সেটে অ্যাকাউন্টিং অংশের ২৫, ২৬, ২৭ ও ২৮ নম্বর প্রশ্ন যথাক্রমে ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নম্বরে পুনরায় ছাপা হয়েছে। একই সমস্যা ‘বি’ সেটেও দেখা গেছে, যেখানে কিছু প্রশ্ন একাধিকবার এসেছে।
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওএমআর অংশটি স্ক্যান করে কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হয়। কম্পিউটারকে একটি সেটের জন্য একটি উত্তরপত্র দেওয়া হয়। সে অনুযায়ী ভুল-শুদ্ধ নির্ণয় করে কম্পিউটার নম্বর প্রদান করে। তবে এক সেটের প্রশ্নে এমসিকিউর ক্রমধারা ঠিক না থাকলে যেসব শিক্ষার্থীর হাতে অসংগতিপূর্ণ প্রশ্ন গেছে, তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।
এ ছাড়া কিছু প্রশ্নপত্রে প্রশ্ন পুনরাবৃত্তিও হতে দেখা যায়। ‘এ’ সেটে অ্যাকাউন্টিং অংশে ২৫ নম্বরে প্রশ্ন এসেছে, ‘তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে?’। একই প্রশ্ন ৩৩ নম্বরে পুনরায় ছাপা হয়েছে।
সেটের ২৬ নম্বরে ‘মাহরিন ও মেহনাজ একটি অংশীদারি ব্যবসায়ের দুজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৫:২। তারা স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত?’ প্রশ্নটি এসেছে। একই প্রশ্ন ৩৪ নম্বরে পুনরায় ছাপা হয়েছে।
সেটের ২৭ নম্বর প্রশ্নে এসেছে ‘কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ?’। এই প্রশ্নটি ৩৫ নম্বরে পুনরায় ছাপা হয়েছে। এ ছাড়া ২৮ নম্বরে ‘নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৬,০০০ টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত?’ প্রশ্ন এসেছে। এটি ৩৬ নম্বর প্রশ্নে পুনরাবৃত্তি হয়েছে।
একই সমস্যা ‘বি’ সেটের প্রশ্নেও হয়েছে। এই সেটের মধ্যেই একই প্রশ্নগুলো ২৯ নম্বর ৩৩ নম্বরে, ৩০ নম্বরের প্রশ্নটি ৩৪ নম্বরে, ২৮ নম্বরের প্রশ্নটি ৩২ নম্বরে এবং ৩১ নম্বরের প্রশ্ন ৩৫ নম্বরে পুনরাবৃত্তি হয়েছে।
এ বিষয়ে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ‘এ সমস্যা খুবই সীমিতসংখ্যক শিক্ষার্থীর ক্ষেত্রে হয়েছে এবং এ ধরনের সমস্যা যেসব কক্ষে হয়েছে সেগুলো শনাক্ত করে রেখেছি, শিক্ষার্থীদের সঙ্গে কোনো বৈষম্য করা হবে না। শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না এবং সমাধানের জন্য এরই মধ্যে আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়েছে।’
ডিন ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ‘ক্রমধারার বিষয়ে আপনারা যা বলছেন, সেটি একটি হিউম্যান এরর (মানবিক ভুল)। “এ” সেটের দুই নম্বর পৃষ্ঠা “বি” সেটে ছাপা হয়েছে, আবার “বি” সেটেরটা “এ” সেটে ছাপা হয়েছে। তবে সেটা সামান্য কয়েকটা প্রশ্নে।’
ড. মাহমুদ ওসমান ইমাম আরও বলেন, ‘যেহেতু “এ” সেটের মধ্যে “বি” সেটের প্রশ্নের পৃষ্ঠা এসে গেছে, তাই চারটা প্রশ্ন রিপিট দেখা গিয়েছে এবং ক্রমধারায় সমস্যা হয়েছে। এটা “এ” এবং “বি” দুই সেটেই হয়েছে। অল্প কিছু সংখ্যক প্রশ্নে। এটি আইডেন্টিফায়েবল। আমরা এটিকে শনাক্ত করে ফেলছি। তারপর আমরা এর সমাধান করে ফেলছি। যদিও এটি একটি সময়সাপেক্ষ ব্যাপার। সবগুলো চিহ্নিত করা যাবে।’
সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, ‘আমরা জানি এটা কীভাবে বের করব (যেই অংশের কাছে ভুল প্রশ্ন গেছে), সেই পার্টটা তো আমরা পেয়েই গেছি। আমরা ইতোমধ্যে যেসব অভিযোগ পেয়েছি, কোন হলে, কোন কেন্দ্রে, সেই হলগুলোতে আলাদা রিড করাচ্ছি, সেই প্যাটার্ন দিয়ে নিচ্ছি। ওই প্যাটার্ন দিয়ে আমরা বের করে ফেলব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় একই সেটের প্রশ্নপত্রে ধারাক্রমে অসংগতি দেখা গেছে। একই সঙ্গে কিছু প্রশ্নপত্রে চারটি প্রশ্ন পুনরাবৃত্তি হয়েছে। বিষয়টি পরীক্ষার্থীদের বিভ্রান্ত করেছে।
এ ধরনের অসংগতির কারণে ওএমআর রিডারের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরীক্ষার্থীদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়িত হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণে দেখা যায়, ‘এ’ ও ‘বি’ সেটের দ্বিতীয় পাতার ১২টি প্রশ্নের বিন্যাসে অসামঞ্জস্য রয়েছে। সাধারণত পৃথক সেটের প্রশ্নে এমন ভিন্নতা বা এলোমেলো থাকে। তবে একই সেটে প্রশ্নক্রমের বৈসাদৃশ্য থাকতে পারে না।
এ ছাড়া, ‘এ’ সেটে অ্যাকাউন্টিং অংশের ২৫, ২৬, ২৭ ও ২৮ নম্বর প্রশ্ন যথাক্রমে ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ নম্বরে পুনরায় ছাপা হয়েছে। একই সমস্যা ‘বি’ সেটেও দেখা গেছে, যেখানে কিছু প্রশ্ন একাধিকবার এসেছে।
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওএমআর অংশটি স্ক্যান করে কম্পিউটারের মাধ্যমে মূল্যায়ন করা হয়। কম্পিউটারকে একটি সেটের জন্য একটি উত্তরপত্র দেওয়া হয়। সে অনুযায়ী ভুল-শুদ্ধ নির্ণয় করে কম্পিউটার নম্বর প্রদান করে। তবে এক সেটের প্রশ্নে এমসিকিউর ক্রমধারা ঠিক না থাকলে যেসব শিক্ষার্থীর হাতে অসংগতিপূর্ণ প্রশ্ন গেছে, তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন।
এ ছাড়া কিছু প্রশ্নপত্রে প্রশ্ন পুনরাবৃত্তিও হতে দেখা যায়। ‘এ’ সেটে অ্যাকাউন্টিং অংশে ২৫ নম্বরে প্রশ্ন এসেছে, ‘তাসনু ট্রেডার্স ভুলক্রমে ৮০,০০০ টাকার অনুপার্জিত সেবা আয়ের অর্জনের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে?’। একই প্রশ্ন ৩৩ নম্বরে পুনরায় ছাপা হয়েছে।
সেটের ২৬ নম্বরে ‘মাহরিন ও মেহনাজ একটি অংশীদারি ব্যবসায়ের দুজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত ৫:২। তারা স্নেহাকে ১/৪ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে নতুন অংশীদার হিসাবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত?’ প্রশ্নটি এসেছে। একই প্রশ্ন ৩৪ নম্বরে পুনরায় ছাপা হয়েছে।
সেটের ২৭ নম্বর প্রশ্নে এসেছে ‘কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ?’। এই প্রশ্নটি ৩৫ নম্বরে পুনরায় ছাপা হয়েছে। এ ছাড়া ২৮ নম্বরে ‘নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে ৩০,০০০ টাকা এবং ৬,০০০ টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত?’ প্রশ্ন এসেছে। এটি ৩৬ নম্বর প্রশ্নে পুনরাবৃত্তি হয়েছে।
একই সমস্যা ‘বি’ সেটের প্রশ্নেও হয়েছে। এই সেটের মধ্যেই একই প্রশ্নগুলো ২৯ নম্বর ৩৩ নম্বরে, ৩০ নম্বরের প্রশ্নটি ৩৪ নম্বরে, ২৮ নম্বরের প্রশ্নটি ৩২ নম্বরে এবং ৩১ নম্বরের প্রশ্ন ৩৫ নম্বরে পুনরাবৃত্তি হয়েছে।
এ বিষয়ে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও অনুষদের ডিন ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ‘এ সমস্যা খুবই সীমিতসংখ্যক শিক্ষার্থীর ক্ষেত্রে হয়েছে এবং এ ধরনের সমস্যা যেসব কক্ষে হয়েছে সেগুলো শনাক্ত করে রেখেছি, শিক্ষার্থীদের সঙ্গে কোনো বৈষম্য করা হবে না। শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না এবং সমাধানের জন্য এরই মধ্যে আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়েছে।’
ডিন ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ‘ক্রমধারার বিষয়ে আপনারা যা বলছেন, সেটি একটি হিউম্যান এরর (মানবিক ভুল)। “এ” সেটের দুই নম্বর পৃষ্ঠা “বি” সেটে ছাপা হয়েছে, আবার “বি” সেটেরটা “এ” সেটে ছাপা হয়েছে। তবে সেটা সামান্য কয়েকটা প্রশ্নে।’
ড. মাহমুদ ওসমান ইমাম আরও বলেন, ‘যেহেতু “এ” সেটের মধ্যে “বি” সেটের প্রশ্নের পৃষ্ঠা এসে গেছে, তাই চারটা প্রশ্ন রিপিট দেখা গিয়েছে এবং ক্রমধারায় সমস্যা হয়েছে। এটা “এ” এবং “বি” দুই সেটেই হয়েছে। অল্প কিছু সংখ্যক প্রশ্নে। এটি আইডেন্টিফায়েবল। আমরা এটিকে শনাক্ত করে ফেলছি। তারপর আমরা এর সমাধান করে ফেলছি। যদিও এটি একটি সময়সাপেক্ষ ব্যাপার। সবগুলো চিহ্নিত করা যাবে।’
সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, ‘আমরা জানি এটা কীভাবে বের করব (যেই অংশের কাছে ভুল প্রশ্ন গেছে), সেই পার্টটা তো আমরা পেয়েই গেছি। আমরা ইতোমধ্যে যেসব অভিযোগ পেয়েছি, কোন হলে, কোন কেন্দ্রে, সেই হলগুলোতে আলাদা রিড করাচ্ছি, সেই প্যাটার্ন দিয়ে নিচ্ছি। ওই প্যাটার্ন দিয়ে আমরা বের করে ফেলব।’
কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের দ্রুত ফাঁসি কার্যকর ও তাঁর সহযোগীদের বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শনিবার বিকেলে টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট শাপলা চত্বর থেকে মিছিল বের করে টেকনাফের সাধারণ নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন...
২৬ মিনিট আগেবিএনপিকে প্রশ্ন করতে চাই, আপনারা মুখে একটা, আর কাজে আরেকটা—এ দিয়ে জনগণের কী উপকার করবেন? আপনাদের দলে ফ্যাসিবাদ, মাফিয়াদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা দৃশ্যমান ব্যবস্থা দেখতে চাই।
৩৬ মিনিট আগেশরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কাজীকান্দি গ্রাম। এই অজপাড়াগাঁয়ে দুই সপ্তাহ ধরে চলছে লন্ডনপ্রবাসী মো. ইমামুল হক সরদার (এনামুল) ও নাছিমা মোল্লা দম্পতির বড় মেয়ে ডা. সরদার এনি আক্তারের বিয়ের উৎসব। বিয়ের সব প্রস্তুতি শেষে এবার বর আসার পালা। বরের জন্য গ্রামবাসীর অধীর অপেক্ষায়...
৪০ মিনিট আগেযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীসহ অন্তত আটজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রক্টর আমজাদ হোসেন।
৪৪ মিনিট আগে