নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় হাঁড়ি পাতিল উৎপাদনকারী একটি অ্যালুমিনিয়াম কারখানায় ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোখলেস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন রিপন ফকির (২৫) নামে আরও এক শ্রমিক।
আজ সোমবার সকাল ৭টায় ফতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় আরাফাত মেটাল নামের অ্যালুমিনিয়াম কারখানায় এই ঘটনা ঘটে। এতে দুজন শ্রমিক দগ্ধ হলে তাঁদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মোখলেস মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কারখানার ম্যানেজার জালাল উদ্দিন বলেন, গত রোববার দিনভর গ্যাস ছিল না কারখানায়। সকালে গ্যাস আসার পর কারখানার অ্যালুমিনিয়াম গলানোর ভাট্টিতে গ্যাস জমাট বেঁধে থাকে। সকালে শ্রমিকেরা কাজে এসে বিষয়টি বুঝতে পারেনি। তাঁরা ভাট্টিতে আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে ভাট্টি বিস্ফোরণ ঘটে। এ সময় মোখলেস ও রিপন ফকির দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মোখলেস মারা যান। রিপন ফকির এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁরা দুজনই মূলত ভাট্টিতে আগুন ধরানোর কাজ করছিলেন। গ্যাসের উপস্থিতি বুঝতে না পেরেই এই দুর্ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ভাট্টি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় একজন নিহত ও একজন দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। তদন্তের পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় হাঁড়ি পাতিল উৎপাদনকারী একটি অ্যালুমিনিয়াম কারখানায় ভাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোখলেস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন রিপন ফকির (২৫) নামে আরও এক শ্রমিক।
আজ সোমবার সকাল ৭টায় ফতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় আরাফাত মেটাল নামের অ্যালুমিনিয়াম কারখানায় এই ঘটনা ঘটে। এতে দুজন শ্রমিক দগ্ধ হলে তাঁদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মোখলেস মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কারখানার ম্যানেজার জালাল উদ্দিন বলেন, গত রোববার দিনভর গ্যাস ছিল না কারখানায়। সকালে গ্যাস আসার পর কারখানার অ্যালুমিনিয়াম গলানোর ভাট্টিতে গ্যাস জমাট বেঁধে থাকে। সকালে শ্রমিকেরা কাজে এসে বিষয়টি বুঝতে পারেনি। তাঁরা ভাট্টিতে আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে ভাট্টি বিস্ফোরণ ঘটে। এ সময় মোখলেস ও রিপন ফকির দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মোখলেস মারা যান। রিপন ফকির এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁরা দুজনই মূলত ভাট্টিতে আগুন ধরানোর কাজ করছিলেন। গ্যাসের উপস্থিতি বুঝতে না পেরেই এই দুর্ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ভাট্টি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এই ঘটনায় একজন নিহত ও একজন দগ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। তদন্তের পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারীপুর জেলার শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মমিন উদ্দিন খাঁ (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকালে পাঁচ্চর সংলগ্ন বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মমিন খাঁ এক্সপ্রেসওয়ে পার হতে যাচ্ছিলেন। তিনি চর বাঁচামারা এলাকার মৃত সুনাম উদ্দিন
৩ মিনিট আগেছাত্রপক্ষ বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলেন, ‘স্বৈরাচারপন্থী শিক্ষকদের পরিচয় প্রকাশের নামে চলমান আন্দোলনকে ব্যবহার করে রাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে ছাত্রদল।’ ছাত্রদল সভাপতি রাহী এক বক্তব্যে বলেছেন, ‘রাকসু হতে হলে আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে।’ এই বক্তব্যকে সহিংসতা উসকে দেওয়া মনে করছে ছাত্রপক্
৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটে সাংবাদিক তুহিনের অফিস রয়েছে। গতকাল বৃহস্পতিবার তার অফিসের নিচে এক মহিলার সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে কতিপয় সন্ত্রাসী বাদশা মিয়া নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তাকে তাড়া করে। সাংবাদিক তুহিন তখন এ ঘটনার ভিডিও ধার
১২ মিনিট আগেবিদ্যালয়ে ২০৪ জন শিক্ষার্থীর মধ্যে অন্তত ৭৬ জন কোমরপানির রাস্তা পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। অনেক সময় অভিভাবকেরা তাদের কোলে বা ঘাড়ে তুলে নিয়ে যান, আবার পানির উচ্চতা বেশি হলে নৌকা দিয়ে পারাপার হতে হয়।
১৯ মিনিট আগে