Ajker Patrika

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে শিশু ওয়ার্ডে ছারপোকা, স্বজনদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে শিশু ওয়ার্ডে ছারপোকা, স্বজনদের বিক্ষোভ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বেডে ছারপোকা আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্বজনরা। আজ বৃহস্পতিবার সকালে কলেজ গেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চরপাড়ায় রাস্তা অবরোধ করে স্বজনেরা বিক্ষোভ করেন। 

এতে ঘণ্টাখানেক যানজট লেগে থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। পরে হাসপাতাল পরিচালকের আশ্বাসে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রত্যাহার করেন। 

রোগীর স্বজনেরা জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেখ রাসেল স্ক্যানু (এনআইসিইউ) ওয়ার্ডের বেডে সম্প্রতি ছারপোকার উপদ্রব বাড়লেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি রোগীর স্বজনেরা চিকিৎসকদের বারবার বলে আসছিলেন। এতে শিশুরা আরও বেশি আক্রান্ত হচ্ছেন। যার কারণে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হাসপাতাল থেকে শিশুর স্বজনেরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ করেন। 

বিক্ষোভকারীদের মধ্যে হাফিজুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে তার সাত দিন বয়সী শিশু নবজাতক ওয়ার্ডে ভর্তি রয়েছে। এর মধ্যে অনেক শিশু নানা কারণে মারাও গেছে। যারা সুস্থ হয়ে বাড়ি ফিরছে তাদের শরীরেও ছারপোকা কামড়ের চিহ্ন রয়েছে। তারা এ বিষয়ে চিকিৎসক নার্সদের বারবার বলেও কোনো কাজ না হওয়ায় বিক্ষোভ করেছেন। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন রোগীর স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা আরেকজন অভিভাবক নাদিরা আক্তার বলেন, ভর্তিকৃত শিশু কেমন আছে সে বিষয়টি জানতে অনেক বেগ পোহাতে হয়। তা ছাড়া ছারপোকার কারণে অসুস্থ শিশুরা আরও অসুস্থ হচ্ছে। প্রত্যেক বেডে ২০০-৩০০ ছারপোকা। যারা কারণে শিশুদের রক্তশূন্যতা হচ্ছে। দ্রুত বেডগুলো পরিবর্তন করা দরকার। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক চিকিৎসক জাকিউল ইসলাম বলেন, ‘৫০ শয্যার নবজাতক ওয়ার্ডে ১৫০-২০০ রোগী গড়ে ভর্তি থাকে। একে বারে সব বেড পরিবর্তন করা কোনো ভাবেই সম্ভব নয়। তাই প্রতিদিন ৫-৭টি পরিবর্তন করে ছারপোকা মুক্ত ওয়ার্ড করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্দোলনকারীদের বুঝিয়ে তাৎক্ষণিকভাবে পরিচালক স্যার পরিস্থিতি স্বাভাবিক করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত