Ajker Patrika

সদরপুরে কঠোরভাবে লকডাউন পালিত

প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২১, ১৫: ১৩
সদরপুরে কঠোরভাবে লকডাউন পালিত

সদরপুর (ফরিদপুর): ফরিদপুরের সদরপুর উপজেলায় এক সপ্তাহের লকডাউনের প্রথম দিন কঠোরভাবে পালিত হচ্ছে। বিভিন্ন জেলা, উপজেলা থেকে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে দিচ্ছে না উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে উপজেলায় শুরু হয় লকডাউন।

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা। এ সময় তাঁরা রাস্তায় বাঁশ দিয়ে অবরোধ করে রেখেছেন। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত এক সপ্তাহের জন্য এই লকডাউন বলবৎ থাকবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

এর আগে গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক জরুরি সভার মাধ্যমে এই লকডাউনের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার। লকডাউনে জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে। যারা লকডাউন মানবেন না, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওমর ফয়সল জানান, গত বুধবার এখানে ১৬ জন রোগীর করোনা সন্দেহে নমুনা পাঠানো হয়েছে। রিপোর্টে তাঁদের মধ্যে ৯ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত