Ajker Patrika

গোয়ালন্দে কৃষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দে কৃষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর মোকুড়ী ভাগলপুর গ্রামের  এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মারা যাওয়া ওই কৃষকের নাম মো. খলিল শেখ (৫৭) ।  তিনি ওই এলাকার  মৃত হাতেম শেখ এর ছেলে। গতকাল রোববার রাত ৮ টার দিকে চর মৌকুড়ী এলাকায় নিহতের নিজ কলা বাগানে এ ঘটনা ঘটে। 

 খলিল শেখের খালাতো ভাই গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী জানান, খলিল শেখ চর মৌকুড়ী ভাগলপুর গ্রামে নিজ বাড়িতে বাস করতেন।গতকাল রোববার (২০ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে এশার নামাজ আদায় করতে তিনি বাড়ি থেকে প্রায় ৫০০ ফুট দূরের স্থানীয় জামে মসজিদের উদ্দেশ্যে বের হন। এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে পথিমধ্যে সাব্বির নামে  স্থানীয় এক কিশোর জোসনার আলোতে দেখতে পায় কলাবাগানের পাশে কেউ একজন শুয়ে আছেন। সে মোবাইলের লাইট জ্বালিয়ে কাছে গিয়ে দেখে একজন বয়স্ক মানুষ গলা কাটা অবস্থায় পড়ে আছেন। তারপর তার চিল্লাচিল্লিতে আশ পাশের লোকজন এগিয়ে এসে দেখতে পায় খলিল শেখ গলা কাটা অবস্থায় পড়ে আছে। খলিল শেখের বাড়ি থেকে মসজিদের মাঝামাঝি স্থানে তার নিজস্ব কলাবাগানে হত্যাকাণ্ডটি ঘটে। খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 খলিল শেখ এর জামাতা ফরহাদ সরদার বলেন, তার শ্বশুরের সঙ্গে এলাকার কারও কোনো বিরোধ ছিল না। সে এলাকার মধ্যে খুবই নরম স্বভাবের একজন মানুষ ছিলেন। পেশায় তিনি একজন কৃষক। খলিল শেখের হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 

গোয়ালন্দ ঘাট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান,খলিল শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তার আগে লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করা হচ্ছে। যেকোনো মূল্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে অপরাধীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত