অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
একটি হ্যাঙ্গারে ঝোলানো রয়েছে শার্ট, প্যান্ট, টি-শার্ট, বেল্ট, টুপি, অ্যাপ্রোন, স্কুল পোশাকসহ নানা রকম পোশাক। নিচের একটি বাক্সের ভেতর কলম, খাতা, জ্যামিতি বক্স, মাস্কসহ হরেক রকম শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ। এ ছাড়া পাশেই রয়েছে আরেকটি ‘লস্ট বক্স’। ওপরে লেখা ‘যাহা প্রয়োজন নাই তা রেখে দেয়, যাহা প্রয়োজন তা নিয়ে যায়’।
চিত্রটি কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সহায়তায় ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় ‘মানবতার দেয়াল’। ছোটবেলা থেকেই ত্যাগ, দান বা পরোপকারী মনোভাব তৈরি, সততা ও নৈতিকতার সরাসরি শিক্ষাদানে এই উদ্যোগ নেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মানবতার দেয়াল থেকে এখন পর্যন্ত ২০ জনের বেশি শিক্ষার্থী বিভিন্ন ধরনের পোশাক ও শিক্ষা উপকরণ নিয়েছে। মানবতার দেয়ালে নতুন ও পুরোনো মিলিয়ে ১০টি পোশাক রয়েছে। খাতা, কলম, জ্যামিতি বক্স (পুরোনো) সহ হরেক রকম শিক্ষা উপকরণও রয়েছে। এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশও রয়েছে সেখানে।
এ ছাড়া রয়েছে ‘লস্ট বক্স’ বা হারানো বক্স। এখানে কুড়িয়ে পাওয়া যে কোনো হারানো জিনিস রাখা হয়। কেউ কিছু ফেলে গেলে, অন্যরা পেয়ে এই বক্সে রেখে দেন। পরে যে হারিয়েছে, সে সেখান থেকে তারটা খুঁজে নিয়ে যায়। আবার শ্রেণিকক্ষে কারও কলম না থাকলে, লস্ট বক্স থেকে নিয়ে কাজ শেষে রেখে যায়। শিক্ষার্থীদের কাছে এটি বেশ জনপ্রিয়।
এই উদ্যোগকে সফল করতে লেখা আছে, ‘আপনার অপ্রয়োজনীয় ও অতিরিক্ত যে কোনো জিনিস এখানে রাখতে পারেন’। এতে শিক্ষক-শিক্ষার্থীর বাইরেও অনেক মানুষ নতুন-পুরোনো পোশাক রেখে যান। কখনো শিক্ষকেরা অতি দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে নতুন স্কুল পোশাক তৈরি করে দেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তারা পুরোনো কাপড় ও অতিরিক্ত জিনিসপত্র মানবতার দেয়ালে রাখে। ‘লস্ট বক্স’-এ রাখা কলম, পেনসিলসহ শিক্ষা উপকরণ, যখন না থাকে তখন ইচ্ছেমতো তাঁরা সেখান থেকে নিয়ে ব্যবহার করে। কারও কোনো অভাব থাকে না, পড়াশোনায় ব্যাঘাত ঘটে না। এই উদ্যোগে তারা অনেক খুশি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা দান এবং সহযোগিতামূলক শিক্ষা গ্রহণ করবে। অন্যরাও উৎসাহিত হবে। ত্যাগের মনোভাবে ছোট থেকেই নৈতিকতার শিক্ষা গ্রহণ করবে সেটাই আমার উদ্দেশ্য।’
খয়েরপুর আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান বলেন, ‘এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি তাদের ধন্যবাদ জানাই। লস্ট বক্স আইডিয়াটি আরও চমৎকার। এতে আরও বেশি পরিমাণে মানুষ উপকৃত হবে।’
একটি হ্যাঙ্গারে ঝোলানো রয়েছে শার্ট, প্যান্ট, টি-শার্ট, বেল্ট, টুপি, অ্যাপ্রোন, স্কুল পোশাকসহ নানা রকম পোশাক। নিচের একটি বাক্সের ভেতর কলম, খাতা, জ্যামিতি বক্স, মাস্কসহ হরেক রকম শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ। এ ছাড়া পাশেই রয়েছে আরেকটি ‘লস্ট বক্স’। ওপরে লেখা ‘যাহা প্রয়োজন নাই তা রেখে দেয়, যাহা প্রয়োজন তা নিয়ে যায়’।
চিত্রটি কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের সহায়তায় ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় ‘মানবতার দেয়াল’। ছোটবেলা থেকেই ত্যাগ, দান বা পরোপকারী মনোভাব তৈরি, সততা ও নৈতিকতার সরাসরি শিক্ষাদানে এই উদ্যোগ নেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মানবতার দেয়াল থেকে এখন পর্যন্ত ২০ জনের বেশি শিক্ষার্থী বিভিন্ন ধরনের পোশাক ও শিক্ষা উপকরণ নিয়েছে। মানবতার দেয়ালে নতুন ও পুরোনো মিলিয়ে ১০টি পোশাক রয়েছে। খাতা, কলম, জ্যামিতি বক্স (পুরোনো) সহ হরেক রকম শিক্ষা উপকরণও রয়েছে। এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশও রয়েছে সেখানে।
এ ছাড়া রয়েছে ‘লস্ট বক্স’ বা হারানো বক্স। এখানে কুড়িয়ে পাওয়া যে কোনো হারানো জিনিস রাখা হয়। কেউ কিছু ফেলে গেলে, অন্যরা পেয়ে এই বক্সে রেখে দেন। পরে যে হারিয়েছে, সে সেখান থেকে তারটা খুঁজে নিয়ে যায়। আবার শ্রেণিকক্ষে কারও কলম না থাকলে, লস্ট বক্স থেকে নিয়ে কাজ শেষে রেখে যায়। শিক্ষার্থীদের কাছে এটি বেশ জনপ্রিয়।
এই উদ্যোগকে সফল করতে লেখা আছে, ‘আপনার অপ্রয়োজনীয় ও অতিরিক্ত যে কোনো জিনিস এখানে রাখতে পারেন’। এতে শিক্ষক-শিক্ষার্থীর বাইরেও অনেক মানুষ নতুন-পুরোনো পোশাক রেখে যান। কখনো শিক্ষকেরা অতি দরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে নতুন স্কুল পোশাক তৈরি করে দেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, তারা পুরোনো কাপড় ও অতিরিক্ত জিনিসপত্র মানবতার দেয়ালে রাখে। ‘লস্ট বক্স’-এ রাখা কলম, পেনসিলসহ শিক্ষা উপকরণ, যখন না থাকে তখন ইচ্ছেমতো তাঁরা সেখান থেকে নিয়ে ব্যবহার করে। কারও কোনো অভাব থাকে না, পড়াশোনায় ব্যাঘাত ঘটে না। এই উদ্যোগে তারা অনেক খুশি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক তাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা দান এবং সহযোগিতামূলক শিক্ষা গ্রহণ করবে। অন্যরাও উৎসাহিত হবে। ত্যাগের মনোভাবে ছোট থেকেই নৈতিকতার শিক্ষা গ্রহণ করবে সেটাই আমার উদ্দেশ্য।’
খয়েরপুর আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান বলেন, ‘এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি তাদের ধন্যবাদ জানাই। লস্ট বক্স আইডিয়াটি আরও চমৎকার। এতে আরও বেশি পরিমাণে মানুষ উপকৃত হবে।’
ঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
১ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
১৪ মিনিট আগেবেড়া পৌরসভার দক্ষিণপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে ১০-১২ দিন আগে একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। আজ ওই ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢুকে ঢালাইয়ের বাঁশ ও খুঁটি খুলছিলেন শ্রমিকেরা। এ সময় তাঁরা চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এসে তাঁদের উদ্ধার করে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
১৮ মিনিট আগেগণপিটুনিতে জামাই-শ্বশুর নিহতের ঘটনায় রংপুরের তারাগঞ্জে গ্রেপ্তার চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তারাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ রিমান্ড মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে