Ajker Patrika

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
আপডেট : ০৭ জুন ২০২২, ১১: ০১
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহন চলছে ধীরগতিতে

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বৃষ্টি ও দুর্ঘটনার কারণে থেমে থেমে ধীরগতিতে যানবাহন চলছে। আজ মঙ্গলবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দেয় যানজট। এতে গতকাল রাত থেকে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা।

জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের ভুঞাপুর লিংকরোডে এবং সেতুর পূর্ব পাড়ে দুর্ঘটনা ঘটনার কারণে পরিবহনের ওপর চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হয়েছে। 

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, মধ্যরাতের দিকে মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে ছোট ট্রাকের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষ হয়। অন্যদিকে রাতেই বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে আরেকটি দুর্ঘটনা ঘটে। এ ছাড়া রাত থেকে বৃষ্টির কারণে যানবাহনগুলো স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে চলাচল করছে। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট কমে যাবে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতে ভূঞাপুর লিংক রোডে দুর্ঘটনা ও বৃষ্টির কারণে মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত