Ajker Patrika

ডিএসসিসির প্রকৌশল বিভাগের ২০২৪-২৫ অর্থ বছরের অগ্রগতি প্রকাশ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ২০: ০১
ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্র আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্র আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের ২০২৪-২৫ অর্থ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতির অবস্থা প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি প্রকাশ করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, চলতি অর্থ বছরে অতিবৃষ্টির কারণে সৃষ্ট রাস্তাঘাটের ক্ষতি মেরামতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ছোটখাটো খানাখন্দের কাজ ১৫ দিনের মধ্যে শেষ হবে এবং বড় রাস্তাগুলোর মেরামত দ্রুত সম্পন্নের জন্য দরপত্র প্রক্রিয়া চলছে। সড়ক খনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও ফুটপাত সংস্কারে ১৩টি প্রকল্পের মধ্যে ৪টি কার্যক্রম চলমান এবং বাকি ৯টি দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, ট্রাফিক অবকাঠামোর উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলামোটর থেকে ফার্মগেট পর্যন্ত পাইলটিং সিস্টেমে আধুনিক ট্রাফিক সিগনাল ব্যবস্থা চালু করা হবে। জলাবদ্ধতা নিরসনে মান্ডা, জিরানি, শ্যামপুর এবং কালুনগর খালের পুনঃখনন প্রকল্পের কাজ চলছে। এ ছাড়া নিউমার্কেট ও বুয়েটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতা দূরীকরণে পাঁচটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নতুন যুক্ত ১৮টি ওয়ার্ড এবং সংসদীয় এলাকার উন্নয়নের জন্য আলাদা প্রকল্প চালু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়, সময়মতো প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে নাগরিকদের একটি সুন্দর এবং উন্নত শহর উপহার দেওয়া সম্ভব হবে। এ সময় ডিএসসিসির প্রধান প্রকৌশলী আমিনুল ইসলামসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

অগ্নিকাণ্ড দেখলে মুমিনের করণীয় আমল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত