আজকের পত্রিকা ডেস্ক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের ২০২৪-২৫ অর্থ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতির অবস্থা প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি প্রকাশ করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
মিজানুর রহমান জানান, চলতি অর্থ বছরে অতিবৃষ্টির কারণে সৃষ্ট রাস্তাঘাটের ক্ষতি মেরামতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ছোটখাটো খানাখন্দের কাজ ১৫ দিনের মধ্যে শেষ হবে এবং বড় রাস্তাগুলোর মেরামত দ্রুত সম্পন্নের জন্য দরপত্র প্রক্রিয়া চলছে। সড়ক খনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও ফুটপাত সংস্কারে ১৩টি প্রকল্পের মধ্যে ৪টি কার্যক্রম চলমান এবং বাকি ৯টি দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, ট্রাফিক অবকাঠামোর উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলামোটর থেকে ফার্মগেট পর্যন্ত পাইলটিং সিস্টেমে আধুনিক ট্রাফিক সিগনাল ব্যবস্থা চালু করা হবে। জলাবদ্ধতা নিরসনে মান্ডা, জিরানি, শ্যামপুর এবং কালুনগর খালের পুনঃখনন প্রকল্পের কাজ চলছে। এ ছাড়া নিউমার্কেট ও বুয়েটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতা দূরীকরণে পাঁচটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নতুন যুক্ত ১৮টি ওয়ার্ড এবং সংসদীয় এলাকার উন্নয়নের জন্য আলাদা প্রকল্প চালু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়, সময়মতো প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে নাগরিকদের একটি সুন্দর এবং উন্নত শহর উপহার দেওয়া সম্ভব হবে। এ সময় ডিএসসিসির প্রধান প্রকৌশলী আমিনুল ইসলামসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের ২০২৪-২৫ অর্থ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতির অবস্থা প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার ডিএসসিসির জরুরি পরিচালন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি প্রকাশ করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
মিজানুর রহমান জানান, চলতি অর্থ বছরে অতিবৃষ্টির কারণে সৃষ্ট রাস্তাঘাটের ক্ষতি মেরামতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ছোটখাটো খানাখন্দের কাজ ১৫ দিনের মধ্যে শেষ হবে এবং বড় রাস্তাগুলোর মেরামত দ্রুত সম্পন্নের জন্য দরপত্র প্রক্রিয়া চলছে। সড়ক খনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও ফুটপাত সংস্কারে ১৩টি প্রকল্পের মধ্যে ৪টি কার্যক্রম চলমান এবং বাকি ৯টি দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, ট্রাফিক অবকাঠামোর উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলামোটর থেকে ফার্মগেট পর্যন্ত পাইলটিং সিস্টেমে আধুনিক ট্রাফিক সিগনাল ব্যবস্থা চালু করা হবে। জলাবদ্ধতা নিরসনে মান্ডা, জিরানি, শ্যামপুর এবং কালুনগর খালের পুনঃখনন প্রকল্পের কাজ চলছে। এ ছাড়া নিউমার্কেট ও বুয়েটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জলাবদ্ধতা দূরীকরণে পাঁচটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নতুন যুক্ত ১৮টি ওয়ার্ড এবং সংসদীয় এলাকার উন্নয়নের জন্য আলাদা প্রকল্প চালু করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়, সময়মতো প্রকল্পগুলো বাস্তবায়ন করা গেলে নাগরিকদের একটি সুন্দর এবং উন্নত শহর উপহার দেওয়া সম্ভব হবে। এ সময় ডিএসসিসির প্রধান প্রকৌশলী আমিনুল ইসলামসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১১ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
২৮ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
৪১ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৪৩ মিনিট আগে