Ajker Patrika

শাহাদত তসলিমের নেতৃত্বে ‘হাব সম্মিলিত ফোরামের’ বিপুল জয়

শাহাদত তসলিমের নেতৃত্বে ‘হাব সম্মিলিত ফোরামের’ বিপুল জয়

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) দ্বিবার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বের ‘হাব সম্মিলিত ফোরাম’ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।

শনিবার (২ মার্চ) রাতে হাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। হাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২৭টি পদে হাব সম্মিলিত ফোরামের সকল প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। ঢাকা আঞ্চলিক পরিষদের ১৩টি ও চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাতটি পদেও হাব সম্মিলিত ফোরামের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন।

এর আগে সিলেট আঞ্চলিক পরিষদের সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার হাবের নির্বাচন অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশনে। এছাড়া সিলেট ও চট্টগ্রামে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (বাণিজ্য সংগঠন) ড. জিনাত রেহান, উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ, এম এম মোস্তফা জামাল চৌধুরী ও মোহাম্মদ মশিউর রহমান।

দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। এম শাহাদাত হোসাইন তসলিমের নেতৃত্বে ‘হাব সম্মিলিত ফোরাম’ ও জামাল উদ্দিন আহমদের নেতৃত্বে ‘হাব গণতান্ত্রিক ঐক্য পরিষদ’। এম শাহাদাত হোসাইন তসলিমের প্রাপ্ত ভোট ৪০৪, অপরদিকে জামাল উদ্দিন আহমদ ২২৭ ভোট পান। এম শাহাদাত হোসাইন তসলিম ১৭৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

পরাজিত প্রার্থী জামাল উদ্দিন আহমদ ফুল দিয়ে এম শাহাদাত হোসাইন তসলিমকে অভিনন্দন জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত