বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি শ্রমিক লীগের নেতা আজিজ মহাজন (৪৫) খুনের ২৪ ঘণ্টার মধ্যে একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার দিবাগত রাতে কালুখালীর কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে গত রোববার উপজেলার কোনাগ্রামের তিন রাস্তার মোড়ে এলাকায় শ্রমিক লীগের ওই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে গতকাল সোমবার থানায় ২৪ জনের নামোল্লেখসহ আরও ৮–৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আব্দুর রহমান।
গ্রেপ্তাররা হলেন উপজেলার কোনাগ্রামের শাহাদাত মণ্ডল (৬৫), তার দুই ছেলে মো. রাফি মণ্ডল (৩২) ও মো. মেহেদী হাসান দিপু (৩০)।
র্যাব–১০ এর কোম্পানি অধিনায়ক লে কমান্ডার কে এম শাইখ আকতার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত আজিজ মহাজনের সঙ্গে আসামিদের আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গ্রেপ্তার আসামিরাসহ ৩২-৩৩ জন মিলে আজিজ মহাজনকে হত্যার পরিকল্পনা করে। পরে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় আজিজ মোটরসাইকেলে করে তার ভাইয়ের বাসা থেকে নিজ বাড়িতে রওনা করেন। পথে কোনাগ্রাম এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩২-৩৩ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে গুরুতর জখম করে।
লে কমান্ডার কে এম শাইখ আকতার আরও বলেন, এ সময় আজিজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় র্যাব অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে আটক করে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
রাজবাড়ীর বালিয়াকান্দি শ্রমিক লীগের নেতা আজিজ মহাজন (৪৫) খুনের ২৪ ঘণ্টার মধ্যে একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার দিবাগত রাতে কালুখালীর কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর আগে গত রোববার উপজেলার কোনাগ্রামের তিন রাস্তার মোড়ে এলাকায় শ্রমিক লীগের ওই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে গতকাল সোমবার থানায় ২৪ জনের নামোল্লেখসহ আরও ৮–৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আব্দুর রহমান।
গ্রেপ্তাররা হলেন উপজেলার কোনাগ্রামের শাহাদাত মণ্ডল (৬৫), তার দুই ছেলে মো. রাফি মণ্ডল (৩২) ও মো. মেহেদী হাসান দিপু (৩০)।
র্যাব–১০ এর কোম্পানি অধিনায়ক লে কমান্ডার কে এম শাইখ আকতার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত আজিজ মহাজনের সঙ্গে আসামিদের আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গ্রেপ্তার আসামিরাসহ ৩২-৩৩ জন মিলে আজিজ মহাজনকে হত্যার পরিকল্পনা করে। পরে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় আজিজ মোটরসাইকেলে করে তার ভাইয়ের বাসা থেকে নিজ বাড়িতে রওনা করেন। পথে কোনাগ্রাম এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩২-৩৩ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে গুরুতর জখম করে।
লে কমান্ডার কে এম শাইখ আকতার আরও বলেন, এ সময় আজিজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় র্যাব অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে আটক করে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৪ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৫ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৬ ঘণ্টা আগেনোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে নিমাই চন্দ্র মজুমদার ও তাঁর স্ত্রী মিলনবালার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় নিমাই চন্দ্রের মৃত্যু হয়। হাসপাতালে পৌছার পর রাত ৯টার দিকে মিলন বালাও মারা যান।
৬ ঘণ্টা আগে