Ajker Patrika

শ্রমিক লীগ নেতা খুন: ২৪ ঘণ্টায় একই পরিবারের তিনজন গ্রেপ্তার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৭: ৪৮
Thumbnail image

রাজবাড়ীর বালিয়াকান্দি শ্রমিক লীগের নেতা আজিজ মহাজন (৪৫) খুনের ২৪ ঘণ্টার মধ্যে একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল সোমবার দিবাগত রাতে কালুখালীর কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে গত রোববার উপজেলার কোনাগ্রামের তিন রাস্তার মোড়ে এলাকায় শ্রমিক লীগের ওই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে গতকাল সোমবার থানায় ২৪ জনের নামোল্লেখসহ আরও ৮–৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আব্দুর রহমান।

গ্রেপ্তাররা হলেন উপজেলার কোনাগ্রামের শাহাদাত মণ্ডল (৬৫), তার দুই ছেলে মো. রাফি মণ্ডল (৩২) ও মো. মেহেদী হাসান দিপু (৩০)।

র‍্যাব–১০ এর কোম্পানি অধিনায়ক লে কমান্ডার কে এম শাইখ আকতার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত আজিজ মহাজনের সঙ্গে আসামিদের আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধকে কেন্দ্র করে গ্রেপ্তার আসামিরাসহ ৩২-৩৩ জন মিলে আজিজ মহাজনকে হত্যার পরিকল্পনা করে। পরে গত ১৫ অক্টোবর সন্ধ্যায় আজিজ মোটরসাইকেলে করে তার ভাইয়ের বাসা থেকে নিজ বাড়িতে রওনা করেন। পথে কোনাগ্রাম এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৩২-৩৩ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে গুরুতর জখম করে।

লে কমান্ডার কে এম শাইখ আকতার আরও বলেন, এ সময় আজিজের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ১টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় র‍্যাব অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে আটক করে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত