Ajker Patrika

ডোবায় ভাসছিল নৈশপ্রহরীর মরদেহ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ডোবায় ভাসছিল নৈশপ্রহরীর মরদেহ 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ডোবা থেকে মকবুল হোসেন (৫০) নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার সকালে উপজেলার কালিবাড়ি বাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মকবুল উপজেলার ধনদী গ্রামের তাইজ উদ্দিনের ছেলে। তিনি কালিবাড়ি বাজারে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। 

নিহতের স্ত্রী রেনু বেগম বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে আমার স্বামী বাড়ি থেকে বের হয়ে বাজারে যায়। আজ সকালে খবর পাই, তার মরদেহ ডোবায় পরে আছে। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। কে বা কারা মেরে ফেলল জানি না। আমার স্বামীর সঙ্গে কারর শত্রুতা নেই।’ 

মরদেহ উদ্ধারের বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব বলেন, ঘটনাটি হত্যা না পানিতে ডুবে মারা গেছে তা নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত