নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চলমান বিধি-নিষেধ অব্যাহত থাকার পরেও সরকার শর্তসাপেক্ষে চালু করেছিল গণপরিবহন। পরিবহন চালুর পর থেকেই স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠতে থাকে। এর ফলে নড়েচড়ে বসেছেন পরিবহন মালিকেরা। গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানাতে রাজধানীর সড়কে অভিযানে নেমেছে ঢাকা পরিবহন মালিক সমিতি।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে নগরীর আট থেকে দশটি পয়েন্ট অভিযানে নেমেছে সংগঠনের নেতারা। ঢাকা শহরের মধ্যে চলাচল করা গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না, যেসব যাত্রীরা বাসে উঠছেন তাদের মুখে মাস্ক থাকছে কি-না, একই সঙ্গে বাসের নির্দিষ্ট আসনের অধিক যাত্রী পরিবহন করা হচ্ছে কি-না। এ বিষয়গুলো নিশ্চিত করার জন্য অভিযান চলাচ্ছে পরিবহন মালিকেরা।
অভিযানকালে বাসে অতিরিক্ত যাত্রী দেখলেয় নামিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি বাসের চালক ও হেলপারদের সতর্ক করা হচ্ছে অতিরিক্ত যাত্রী ও বাড়তি ভাড়া না নেওয়ার জন্য। একই সঙ্গে যাত্রীদের বাসে ওঠার সময় মাস্ক পরা ও হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করার বিষয়টিও নিশ্চিত করছেন তাঁরা।
রাজধানীর কিছু গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না শিকার করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, রাজধানীর গণপরিবহনের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি আমাদের নজরে এসেছে। ফলে আমরা ঢাকা পরিবহন মালিক সমিতিকে এ বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছি। তাঁরা মাঠে নেমেছে। তবে দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি না মানার কোন অভিযোগ নেই। যথাযথ নির্দেশনা মেনে প্রতিদিন দূরপাল্লার বাস চলাচল করছে।
কত দিন এই অভিযান চলবে এমন প্রশ্নে তিনি বলেন, এ অভিযানের নির্দিষ্ট কোন সময়সীমা নেই। যতদিন বিধি-নিষেধ থাকবে এবং গণপরিবহনের স্বাস্থ্য বিধি না মানার অভিযোগ পাওয়া যাবে তত দিন চলবে। অভিযানের পাশাপাশি যাত্রীদের সচেতন হতে হবে।
রাজধানীর গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট না থাকার কারণে সড়কে তাঁদের খুব একটা পাওয়া যাচ্ছে না। তবে রাজধানীর যে দুই এক জায়গায় অভিযান চালাচ্ছে সেখানে সরকারের নির্দেশনা উপেক্ষিত হলেই সংশ্লিষ্ট গণপরিবহনকে জরিমানার আওতায় আনা হচ্ছে।
দ্বিতীয় দফায় করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকার পর পরিবহন মালিকদের চাপে সরকার গত ২৪ মে থেকে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেয়।
ঢাকা: চলমান বিধি-নিষেধ অব্যাহত থাকার পরেও সরকার শর্তসাপেক্ষে চালু করেছিল গণপরিবহন। পরিবহন চালুর পর থেকেই স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ উঠতে থাকে। এর ফলে নড়েচড়ে বসেছেন পরিবহন মালিকেরা। গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানাতে রাজধানীর সড়কে অভিযানে নেমেছে ঢাকা পরিবহন মালিক সমিতি।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে নগরীর আট থেকে দশটি পয়েন্ট অভিযানে নেমেছে সংগঠনের নেতারা। ঢাকা শহরের মধ্যে চলাচল করা গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি-না, যেসব যাত্রীরা বাসে উঠছেন তাদের মুখে মাস্ক থাকছে কি-না, একই সঙ্গে বাসের নির্দিষ্ট আসনের অধিক যাত্রী পরিবহন করা হচ্ছে কি-না। এ বিষয়গুলো নিশ্চিত করার জন্য অভিযান চলাচ্ছে পরিবহন মালিকেরা।
অভিযানকালে বাসে অতিরিক্ত যাত্রী দেখলেয় নামিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি বাসের চালক ও হেলপারদের সতর্ক করা হচ্ছে অতিরিক্ত যাত্রী ও বাড়তি ভাড়া না নেওয়ার জন্য। একই সঙ্গে যাত্রীদের বাসে ওঠার সময় মাস্ক পরা ও হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করার বিষয়টিও নিশ্চিত করছেন তাঁরা।
রাজধানীর কিছু গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না শিকার করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, রাজধানীর গণপরিবহনের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি আমাদের নজরে এসেছে। ফলে আমরা ঢাকা পরিবহন মালিক সমিতিকে এ বিষয়ে অভিযান পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছি। তাঁরা মাঠে নেমেছে। তবে দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি না মানার কোন অভিযোগ নেই। যথাযথ নির্দেশনা মেনে প্রতিদিন দূরপাল্লার বাস চলাচল করছে।
কত দিন এই অভিযান চলবে এমন প্রশ্নে তিনি বলেন, এ অভিযানের নির্দিষ্ট কোন সময়সীমা নেই। যতদিন বিধি-নিষেধ থাকবে এবং গণপরিবহনের স্বাস্থ্য বিধি না মানার অভিযোগ পাওয়া যাবে তত দিন চলবে। অভিযানের পাশাপাশি যাত্রীদের সচেতন হতে হবে।
রাজধানীর গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট না থাকার কারণে সড়কে তাঁদের খুব একটা পাওয়া যাচ্ছে না। তবে রাজধানীর যে দুই এক জায়গায় অভিযান চালাচ্ছে সেখানে সরকারের নির্দেশনা উপেক্ষিত হলেই সংশ্লিষ্ট গণপরিবহনকে জরিমানার আওতায় আনা হচ্ছে।
দ্বিতীয় দফায় করোনার সংক্রমণের কারণে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকার পর পরিবহন মালিকদের চাপে সরকার গত ২৪ মে থেকে যাত্রীবাহী বাস চলাচলের অনুমতি দেয়।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
৮ ঘণ্টা আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৮ ঘণ্টা আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
৮ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
৮ ঘণ্টা আগে