Ajker Patrika

শিবচরে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি 
মো. বাইজিদ হোসাইন। ছবি: সংগৃহীত
মো. বাইজিদ হোসাইন। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. বাইজিদ হোসাইন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে শিবচরের পাঁচ্চরে যাত্রীছাউনির কাছে রাস্তা পার হওয়ার সময় ট্রাক ধাক্কা দিলে শিশুটি গুরুতর আহত হয়।

নিহত বাইজিদ শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের মো. ফারুক শরিফ ও মুন্নি আক্তার দম্পতির ছেলে। সে পাঁচ্চরের এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের পাশে সাইন প্রি ক্যাডেট স্কুল নামের কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে অসংখ্য ডাম্পট্রাক বালু নিয়ে যাতায়াত করে। এসব ট্রাকের বেশির ভাগ চালকই অপ্রাপ্তবয়স্ক। ড্রাইভিং লাইসেন্স নেই তাদের। সড়কে বেপরোয়া গতিতে চলাচল করে। গত বৃহস্পতিবার সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় শিশুটিকে ধাক্কা দেয় একটি ডাম্পট্রাক। এগুলো বন্ধ করা জরুরি।’

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত