নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার ফতুল্লার লাকী বাজার এলাকায় পিটিয়ে জখম করা হয় ভুক্তভোগীকে।
নিহত গৃহবধূর নাম জেসমিন বেগম। তিনি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার দশআনি গ্রামের মৃত গোলাম মোস্তফার মেয়ে। তার স্বামী আলী হোসেনের সঙ্গে লাকী বাজার এলাকায় থাকতেন। তাঁর দুটি সন্তান রয়েছে।
নিহতের বড় বোন বলেন, ‘জেসমিনের স্বামী আলী হোসেন প্রায়ই টাকা চাইতো আমাদের কাছে। এ জন্য জেসমিনকে মারধর করত। গত রোববার রাতে এই টাকা নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। মধ্যরাতে আলী আমাদের ফোন করে জানায় জেসমিন মারা গেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে নাকি স্ট্রোক করছে। কিন্তু এসে দেখি আমার বোনের শরীরে অনেক আঘাতের দাগ। পরে আমরা পুলিশকে খবর দেই।’
পুলিশ জানায়, নিহত গৃহবধূর স্বামীর পরিবারের দাবি রাতে সিলিং ফ্যান মুছতে গিয়ে ওপর থেকে পরে যান। এরপর অজ্ঞান হয়ে পরেন তিনি। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ বেরিয়ে আসবে। নিহতের স্বজনেরা অভিযোগ করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার ফতুল্লার লাকী বাজার এলাকায় পিটিয়ে জখম করা হয় ভুক্তভোগীকে।
নিহত গৃহবধূর নাম জেসমিন বেগম। তিনি চাঁদপুর জেলার উত্তর মতলব থানার দশআনি গ্রামের মৃত গোলাম মোস্তফার মেয়ে। তার স্বামী আলী হোসেনের সঙ্গে লাকী বাজার এলাকায় থাকতেন। তাঁর দুটি সন্তান রয়েছে।
নিহতের বড় বোন বলেন, ‘জেসমিনের স্বামী আলী হোসেন প্রায়ই টাকা চাইতো আমাদের কাছে। এ জন্য জেসমিনকে মারধর করত। গত রোববার রাতে এই টাকা নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। মধ্যরাতে আলী আমাদের ফোন করে জানায় জেসমিন মারা গেছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে নাকি স্ট্রোক করছে। কিন্তু এসে দেখি আমার বোনের শরীরে অনেক আঘাতের দাগ। পরে আমরা পুলিশকে খবর দেই।’
পুলিশ জানায়, নিহত গৃহবধূর স্বামীর পরিবারের দাবি রাতে সিলিং ফ্যান মুছতে গিয়ে ওপর থেকে পরে যান। এরপর অজ্ঞান হয়ে পরেন তিনি। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ বেরিয়ে আসবে। নিহতের স্বজনেরা অভিযোগ করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
৬ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
৯ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
১৫ মিনিট আগেরাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৭ মিনিট আগে