Ajker Patrika

সহকর্মীর ওপর গুলির প্রতিবাদে মানিকগঞ্জে উপজেলা চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ২০
সহকর্মীর ওপর গুলির প্রতিবাদে মানিকগঞ্জে উপজেলা চেয়ারম্যানদের সংবাদ সম্মেলন

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খানের ওপর গুলি ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জের উপজেলা চেয়ারম্যানরা। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

‘উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন’ মানিকগঞ্জ জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন। উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো, সিঙ্গাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ও দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম রানা।

শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। সেই সঙ্গে পৌরসভা মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের নিরাপত্তা জোরদারে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য গানম্যানের দাবি করেন তাঁরা। 

উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি ভোরে নিজ বাসভবনে নরসিংদীর জেলার শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত