Ajker Patrika

হরিরামপুরে খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে যুবকের ওপর হামলার অভিযোগ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ১৪
Thumbnail image

মানিকগঞ্জের হরিরামপুরে ক্রিকেট খেলার সময় বাগ্‌বিতণ্ডার জেরে রুবেল শিকদার (৩০) নামের এক যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে। গত রোববার রাতে উপজেলার বলড়া ইউনিয়নের দানিস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর-এ আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

স্থানীয় লোকজন জানান, উপজেলার চাঁদপুর মাঠে ক্রিকেট খেলায় বল কম বা বেশি করা নিয়ে বলড়া ইউনিয়নের দানিস্তপুর গ্রামের রুবেল শিকদারের (৩০) সঙ্গে রিফাত (২০) ও আবিদের (২১) বাগ্‌বিতণ্ডা হয়। খেলার মাঠে মীমাংসা হলেও পরে রোববার রাতে দানিস্তপুর কবরস্থানের সামনে রিফাত ও আবিদ দেশি অস্ত্র নিয়ে রুবেলের ওপর হামলা করেছেন। 

রুবেল শিকদার বলেন, ‘চাঁদপুর মাঠে ক্রিকেট খেলার সময় একেকজনের দুই ওভার বা তিন ওভার বল করা নিয়ে আমার সঙ্গে একই এলাকার আবিদ ও রিফাতের বাগ্‌বিতণ্ডা হয়। এ বিষয় মাঠেই মীমাংসা হয়। পরে রোববার রাতে আমি বাড়ি ফেরার পথে আমার পথ রোধ করে আবিদ ও রিফাত দেশি অস্ত্র নিয়ে হামলা করে। এতে আমার কপালের পাশে ৮টা সেলাই দিতে হয়েছে। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। থানায় অভিযোগ দিয়েছি।’ 

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফয়সাল মোস্তফা বলেন, ‘গতকাল রোববার রাত ১০টার দিকে রুবেল স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। জখম থাকায় কপালের পাশে ৮টি সেলাই দেওয়া হয়েছে। তাঁর পা ও হাতেও আঘাত করা হয়েছে। তিনি চিকিৎসাধীন।’ 

আবিদ ও রিফাত বলেন, খেলার মাঠে রুবেলই আমাদের ওপর হামলা করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত