Ajker Patrika

সপ্তাহ পেরোলেও গোসাইরহাটে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র তোলেননি কেউ

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৬: ০৯
Thumbnail image

তফসিল ঘোষণার সপ্তাহ পেরিয়ে গেলেও শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে এখনো কেউ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেননি। জানা গেছে, প্রার্থীরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তবে দলীয় মনোনয়নের প্রয়োজন না থাকায় ইউপি সদস্যপদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

জানা যায়, আগামী ২৮ নভেম্বর গোসাইরহাট উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গোসাইরহাট উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ইদিলপুর ইউনিয়ন ছাড়া বাকি সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা সরব রয়েছেন। দোয়া-আশীর্বাদ নেওয়া, শুভেচ্ছা বিনিময়, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়সহ দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন বেশ আগেই। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা সরব থাকলেও মাঠে নেই বিএনপির কোনো প্রার্থী। আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য এরই মধ্যে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন প্রার্থীরা। তবে ১ সপ্তাহ অতিবাহিত হলেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। 

তবে এলাকায় জনসমর্থন আদায়ে প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন কর্মী-সমর্থকেরা। বিএনপির কোনো প্রার্থীর নাম শোনা না গেলেও দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেলেই তাঁরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। 

এ উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণ করেছে চরমোনাই পীরের দল ইসলামি আন্দোলন বাংলাদেশ। মনোনয়নপ্রাপ্তরা হলেন নাগেরপাড়া ইউনিয়নে মো. বিল্লাল হোসেন, আলাওলপুর ইউনিয়নে মাওলানা জালাল আহমেদ, কোদালপুর ইউনিয়নে মোহাম্মদ সালাউদ্দিন বকাউল, গোসাইরহাট ইউনিয়নে মো. নজরুল ইসলাম, নলমুড়ি ইউনিয়নে মো. আবুল কালাম ফকির। আগামী দু-এক দিনের মধ্যেই বাকি দুটি ইউনিয়নের প্রার্থী ঘোষণা করবেন। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর পর্যন্ত। আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এরই মধ্যে সাতটি ইউনিয়নের জন্য তিনজন রিটার্নিং কর্মকর্তার নামের তালিকা ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিস। 

কোদালপুর ও আলাওলপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, গোসাইরহাট ও কুচইপট্টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং নাগেরপাড়া, নলমুড়ি ও সামন্তসার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম একাধারে উপজেলা নির্বাচন কর্মকর্তাও। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত কোনো চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৮৭ জন মেম্বার পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত