গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি
তফসিল ঘোষণার সপ্তাহ পেরিয়ে গেলেও শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে এখনো কেউ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেননি। জানা গেছে, প্রার্থীরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তবে দলীয় মনোনয়নের প্রয়োজন না থাকায় ইউপি সদস্যপদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
জানা যায়, আগামী ২৮ নভেম্বর গোসাইরহাট উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গোসাইরহাট উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ইদিলপুর ইউনিয়ন ছাড়া বাকি সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা সরব রয়েছেন। দোয়া-আশীর্বাদ নেওয়া, শুভেচ্ছা বিনিময়, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়সহ দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন বেশ আগেই। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা সরব থাকলেও মাঠে নেই বিএনপির কোনো প্রার্থী। আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য এরই মধ্যে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন প্রার্থীরা। তবে ১ সপ্তাহ অতিবাহিত হলেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
তবে এলাকায় জনসমর্থন আদায়ে প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন কর্মী-সমর্থকেরা। বিএনপির কোনো প্রার্থীর নাম শোনা না গেলেও দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেলেই তাঁরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।
এ উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণ করেছে চরমোনাই পীরের দল ইসলামি আন্দোলন বাংলাদেশ। মনোনয়নপ্রাপ্তরা হলেন নাগেরপাড়া ইউনিয়নে মো. বিল্লাল হোসেন, আলাওলপুর ইউনিয়নে মাওলানা জালাল আহমেদ, কোদালপুর ইউনিয়নে মোহাম্মদ সালাউদ্দিন বকাউল, গোসাইরহাট ইউনিয়নে মো. নজরুল ইসলাম, নলমুড়ি ইউনিয়নে মো. আবুল কালাম ফকির। আগামী দু-এক দিনের মধ্যেই বাকি দুটি ইউনিয়নের প্রার্থী ঘোষণা করবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর পর্যন্ত। আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এরই মধ্যে সাতটি ইউনিয়নের জন্য তিনজন রিটার্নিং কর্মকর্তার নামের তালিকা ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিস।
কোদালপুর ও আলাওলপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, গোসাইরহাট ও কুচইপট্টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং নাগেরপাড়া, নলমুড়ি ও সামন্তসার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম একাধারে উপজেলা নির্বাচন কর্মকর্তাও।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত কোনো চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৮৭ জন মেম্বার পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তফসিল ঘোষণার সপ্তাহ পেরিয়ে গেলেও শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে এখনো কেউ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেননি। জানা গেছে, প্রার্থীরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তবে দলীয় মনোনয়নের প্রয়োজন না থাকায় ইউপি সদস্যপদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
জানা যায়, আগামী ২৮ নভেম্বর গোসাইরহাট উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গোসাইরহাট উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ইদিলপুর ইউনিয়ন ছাড়া বাকি সাতটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা সরব রয়েছেন। দোয়া-আশীর্বাদ নেওয়া, শুভেচ্ছা বিনিময়, ভোটারদের সঙ্গে কুশল বিনিময়সহ দলীয় মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন বেশ আগেই। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রার্থীরা সরব থাকলেও মাঠে নেই বিএনপির কোনো প্রার্থী। আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য এরই মধ্যে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন প্রার্থীরা। তবে ১ সপ্তাহ অতিবাহিত হলেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
তবে এলাকায় জনসমর্থন আদায়ে প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন কর্মী-সমর্থকেরা। বিএনপির কোনো প্রার্থীর নাম শোনা না গেলেও দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীরা জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেলেই তাঁরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।
এ উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে চেয়ারম্যান পদে প্রার্থী নির্ধারণ করেছে চরমোনাই পীরের দল ইসলামি আন্দোলন বাংলাদেশ। মনোনয়নপ্রাপ্তরা হলেন নাগেরপাড়া ইউনিয়নে মো. বিল্লাল হোসেন, আলাওলপুর ইউনিয়নে মাওলানা জালাল আহমেদ, কোদালপুর ইউনিয়নে মোহাম্মদ সালাউদ্দিন বকাউল, গোসাইরহাট ইউনিয়নে মো. নজরুল ইসলাম, নলমুড়ি ইউনিয়নে মো. আবুল কালাম ফকির। আগামী দু-এক দিনের মধ্যেই বাকি দুটি ইউনিয়নের প্রার্থী ঘোষণা করবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর পর্যন্ত। আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এরই মধ্যে সাতটি ইউনিয়নের জন্য তিনজন রিটার্নিং কর্মকর্তার নামের তালিকা ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিস।
কোদালপুর ও আলাওলপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন, গোসাইরহাট ও কুচইপট্টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান এবং নাগেরপাড়া, নলমুড়ি ও সামন্তসার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম একাধারে উপজেলা নির্বাচন কর্মকর্তাও।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত কোনো চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৮৭ জন মেম্বার পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মেধার ভিত্তিতে সিট প্রদান, শিক্ষার্থীদের ফি কমানো, ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনাসহ নয় দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১ মিনিট আগেনাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে প্রবেশের সময় এক ব্যক্তিকে গুলি করা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেপৃথক বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে থাকা তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনশনরত ৯ শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছে। তাঁদের স্যালাইন দেওয়া হয়েছে। একজন চিকিৎসক ও দুজন নার্সকে শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখব
১৪ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, চরলক্ষ্যা নিমতলা এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে আলমগীর বাদশা (৪২) এবং শিকলবাহা ইউনিয়নের...
২৬ মিনিট আগে