Ajker Patrika

ফাঁকা ঢাকায় বাইক-কার রেসিংয়ের মরণখেলায় মাতা যাবে না: ডিএমপি কমিশনার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুন ২০২৪, ১৪: ২০
ফাঁকা ঢাকায় বাইক-কার রেসিংয়ের মরণখেলায় মাতা যাবে না: ডিএমপি কমিশনার 

ঈদের ছুটিতে রাজধানী ঢাকার ফাঁকা সড়কে বাইক ও কার রেসিংয়ের মতো মরণখেলায় মেতে ওঠা যাবে না। বেপরোয়া রেসিংয়ে নামলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। 

আজ রোববার সকালে জাতীয় ঈদগা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাবিবুর রহমান এসব কথা জানান। তিনি বলেন, ‘ফাঁকা ঢাকায় বাইক রাইডিংয়ের নামে কেউ যেন এই মরণখেলায় মেতে না ওঠে। আমরা অতীতে অনেক দুর্ঘটনার কথা জানি। এবার পুলিশের পক্ষ থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কেউ রেসিং করতে না পারে।’ 

চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা এরই মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি, অনেককেই গ্রেপ্তার করেছি। পরবর্তী সময়ে এ ধরনের কাজ যারা করবে, তারা সতর্ক হবে এবং ভবিষ্যতে এসব থেকে তারা নিবৃত্ত থাকবে।’ 

হাবিবুর রহমান বলেন, ‘আমরা সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করি। আমরা সব সময় সর্বাত্মক ও সর্বোচ্চ ব্যবস্থাটাই নিয়ে থাকি। এবারও সেটি করা হয়েছে। জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট থ্রেট নেই। তার পরও আমরা সবকিছু মাথায় রেখেই আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি।’ 

বরাবরের মতো এবারও জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন, ‘ট্রাফিক ব্যবস্থাপনার জন্য পার্কিং ও ডাইভারশন থাকবে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পেট্রলিং, সিসিটিভি ক্যামেরা মনিটরিংসহ নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শহরের বিভিন্ন জায়গায় পুলিশের পাশাপাশি র‍্যাবের পেট্রোল টিম দায়িত্ব পালন করবে। আশা করি, ঈদের জামাত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত