Ajker Patrika

কালিয়াকৈরে ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
Thumbnail image
সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে সাইফুল ইসলাম (৪৪) নামের এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলা সফিপুর বাজার (আন্দরমানি) রোড এলাকায় এই ঘটনা ঘটে।

এ সময় সাইফুল ইসলামের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা সাইফুলকে হাসপাতালে ভর্তি করে।

আহত সাইফুল ইসলাম উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার বাসিন্দা। তাঁর শফিপুর বাজারে বিকাশের ব্যবসা আছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ব্যবসায়ীর পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত