Ajker Patrika

ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১০: ৫৩
ঘন কুয়াশায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে আজ বৃহস্পতিবার ভোর থেকে বন্ধ রয়েছে সব নৌযান চলাচল। কুয়াশার কারণে নৌরুটে দিক নির্ণয় অসম্ভব হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ বন্ধ রেখেছে নৌরুটের সব লঞ্চ, স্পিডবোট, ফেরি চলাচল। বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মধ্যরাত থেকেই কুয়াশা পড়তে শুরু করেছে। ভোরে চারপাশ কুয়াশাচ্ছন্ন থাকায় নৌরুটে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না। এ কারণে সকাল থেকেই লঞ্চ, স্পিডবোট, ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনের সংখ্যাও কম রয়েছে বলে জানা গেছে। সকালে ঘাটে ঢাকাগামী যাত্রীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। 

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে কিছু যানবাহন রয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরিতে যানবাহন লোড করা হবে এবং ফেরি চলাচল স্বাভাবিক হবে। 

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘কুয়াশার মাত্রা বেশি থাকায় সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। কারণ নৌরুটে দিক নির্ণয় করা না গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত