Ajker Patrika

অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলার নিন্দা মহিলা পরিষদের 

ঢাবি প্রতিনিধি
অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলার নিন্দা মহিলা পরিষদের 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার ও গবেষক অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ শনিবার সংগঠনটির সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মহিলা পরিষদ। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি গতকাল শুক্রবার দুপুরে অধ্যাপক রতন সিদ্দিকীর উত্তরার বাসায় অতর্কিত হামলা চালায় কিছু উচ্ছৃঙ্খল জনতা। তাঁকে বাইরে থেকে বাসায় ঢুকতে বাধা দেয় এবং অধ্যাপক রতন ও তাঁর স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ করে। এ সময় তাঁরা আল্লাহু আকবর ও নারায়ে তাকবির বলে স্লোগান দেয়, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলেই আমরা মনে করছি। এই ধরনের অবাঞ্ছিত প্ররোচনা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে, সমাজে সম্প্রীতির বিঘ্ন ঘটায়, যা এরই মধ্যে আমাদের শিক্ষা, সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনার ওপর বিরূপ প্রভাব ফেলছে। আমাদের আগামী প্রজন্মের সঠিক পথচলায় এটি হুমকি স্বরূপ বলে মনে করি। 

প্রকৃত অনুসন্ধান ও সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের খুঁজে বের করার পাশাপাশি এই ঘটনার মূলহোতাসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত