Ajker Patrika

উইঘুরে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে চীন সরকারের বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উইঘুরে গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে চীন সরকারের বিচার দাবি

চীনের জিনজিয়াংয়ের রাজধানী উরুমকিতে মুসলিম উইঘুরদের গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে চীন সরকারের বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আল্লামা আতাউর রহমান মিয়াজী।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন মিলনায়তনে বাংলাদেশ সোশ্যাল অ্যাকটিভিস্ট ফোরাম আয়োজিত উইঘুর গণহত্যা দিবসের আলোচনা সভায় এ দাবি করেন তিনি।
 
মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া। এ ছাড়া আরও বক্তব্য রাখেন এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ সোশ্যাল অ্যাকটিভিস্ট ফোরামের সমন্বয়ক রাহাত হুসাইন, সুফিবাদ রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আল্লামা মুহিউদ্দীন খান ফারুকী প্রমুখ। আলোচনা সভা শেষে একই দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করে সংগঠনটি।

আতাউর রহমান মিয়াজী বলেন, ২০০৯ সালের আজকের দিনে সারা বিশ্বে উইঘুর মুসলমানদের উরুমকি দাঙ্গা ও গণহত্যার বার্ষিকী পালন করছে। চীন সরকার আনুমানিক ১.৫ মিলিয়ন লোককে আটক করে সংশোধনের নামে নির্যাতন নিপীড়ন করছে। চীনের সংখ্যালঘু মুসলিম নিপীড়নের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে সোচ্চার হতে হবে। উরুমকিতে মুসলিম গণহত্যার দায়ে আন্তর্জাতিক আদালতে চীন সরকারের বিচার করতে হবে।

ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, চীন সরকার উইঘুরে মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতি ধ্বংসে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। চীনের জিনজিয়াং প্রদেশের কোনো পুরোনো মসজিদ সংস্কার করতে না দেওয়া। নতুন মসজিদ নির্মাণের অনুমোদন না দেওয়া। বৌদ্ধমন্দিরের আদলে সংস্কার করার পরিকল্পনা গ্রহণ করলেই কেবল পুরোনো মসজিদ সংস্কারের অনুমোদন মেলে। মুসলিমদের পবিত্র হজকে পুরোপুরি নিরুৎসাহিত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত