গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার দোতলা ভবনের ছাদ থেকে পরে এক স্কুলছাত্রের (১৩) মৃত্যু হয়েছে। মাদ্রাসা ছাদে টেনিস বল খেলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই কিশোর। পরে তাকে উদ্ধার করে শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোঁজেখানি গ্রামের গোসিঙ্গা দারুল ফালা হাফিজিয়া মাদ্রাসায় ওই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র পলাশ (১৩) শেরপুর জেলার সদর উপজেলার সাতনংচর গ্রামের মো. ইসাহাক আলীর ছেলে। সে গোসিঙ্গা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা গোসিঙ্গা ইউনিয়ন খোঁজেখানি গ্রামের জনৈক আফাজ উদ্দিনের বাড়িতে কেয়ারটেকারের কাজ করেন।
পলাশের বাবা মো. ইসাহাক আলী বলেন, ‘সকালে কখন ছেলে বাসা থেকে বের হয়েছে আমি জানি না। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই পলাশ মাদ্রাসার দোতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। এরপর দ্রুত গিয়ে ছেলেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, প্রতিদিনই ওই মাদ্রাসার ছাদে তার ছেলেসহ অন্যরা খেলাধুলা করত। আজ টেনিস বল খেলতে গিয়ে অসাবধানতায় ছাদ থেকে নিচে পড়ে যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসমাউল হুসনা বলেন, পলাশ নামের এক কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনেরা। নিহতের মাথা থেঁতলে গিয়ে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসার দোতলা ভবনের ছাদ থেকে পরে এক স্কুলছাত্রের (১৩) মৃত্যু হয়েছে। মাদ্রাসা ছাদে টেনিস বল খেলার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় ওই কিশোর। পরে তাকে উদ্ধার করে শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খোঁজেখানি গ্রামের গোসিঙ্গা দারুল ফালা হাফিজিয়া মাদ্রাসায় ওই ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র পলাশ (১৩) শেরপুর জেলার সদর উপজেলার সাতনংচর গ্রামের মো. ইসাহাক আলীর ছেলে। সে গোসিঙ্গা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা গোসিঙ্গা ইউনিয়ন খোঁজেখানি গ্রামের জনৈক আফাজ উদ্দিনের বাড়িতে কেয়ারটেকারের কাজ করেন।
পলাশের বাবা মো. ইসাহাক আলী বলেন, ‘সকালে কখন ছেলে বাসা থেকে বের হয়েছে আমি জানি না। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই পলাশ মাদ্রাসার দোতলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। এরপর দ্রুত গিয়ে ছেলেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, প্রতিদিনই ওই মাদ্রাসার ছাদে তার ছেলেসহ অন্যরা খেলাধুলা করত। আজ টেনিস বল খেলতে গিয়ে অসাবধানতায় ছাদ থেকে নিচে পড়ে যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসমাউল হুসনা বলেন, পলাশ নামের এক কিশোরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনেরা। নিহতের মাথা থেঁতলে গিয়ে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
৯ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
১২ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগেরাজশাহীর চারঘাটে চোলাই মদপানে দুজনের মৃত্যুর পর ওই এলাকায় অভিযান চালিয়েছে র্যাব। এ সময় ১ হাজার ৪২০ লিটার চোলাই মদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ মিনিট আগে