নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শ্যামলী এলাকায় এক যুবকের কাছ থেকে চাপাতির মুখে মোবাইল, মানিব্যাগ, এমনকি জামা-জুতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (১৬ জুলাই) রাতে ঢাকা ও ভোলার চরফ্যাশন থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ডিবির তেজগাঁও বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গ্রেপ্তার দুজন হলেন আসলাম ও আল-আমিন। এর আগে কবিরকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আসলাম ও আল-আমিন সরাসরি ছিনতাইয়ে অংশ নেন, আর কবির গ্রুপটির অন্যতম নেতা।
পুলিশ জানায়, এই তিনজনই ‘জহির গ্রুপ’ নামে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। এই চক্রের প্রধান জহির ছিনতাইয়ের জন্য চাপাতি ও মোটরসাইকেল ভাড়া দেন। গ্রেপ্তার আসলাম ও আল-আমিন ছিনতাই করে মালামাল কবির ও জহিরের কাছে জমা দিতেন। অভিযানে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতিও উদ্ধার করেছে ডিবি।
অন্যদিকে ছিনতাইয়ে সরাসরি জড়িত আরও একজন এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ছিনতাইয়ের শিকার যুবক শিমিয়ন ত্রিপুরা ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং শ্যামলীতে থাকেন। গত শুক্রবার ভোরে কর্মস্থলে যাওয়ার পথে শ্যামলী ২ নম্বর সড়কে তিনি ছিনতাইয়ের শিকার হন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, ভোররাত ৬টার দিকে ছাতা হাতে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন এসে তাঁকে থামিয়ে দেন।
বাইকে থাকা দুজন নেমে এসে চাপাতি উঁচিয়ে তাঁর মোবাইল, মানিব্যাগ ও ব্যাগ ছিনিয়ে নেন। এরপর তাঁরা যুবকের জামা ও জুতা খুলে নিয়ে মুহূর্তের মধ্যেই সরে পড়েন। ভিডিওতে দুজনকে হেলমেট পরা অবস্থায় এবং একজনকে খালি গায়ে দেখা যায়।
রাজধানীর শ্যামলী এলাকায় এক যুবকের কাছ থেকে চাপাতির মুখে মোবাইল, মানিব্যাগ, এমনকি জামা-জুতা ছিনিয়ে নেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার (১৬ জুলাই) রাতে ঢাকা ও ভোলার চরফ্যাশন থেকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ডিবির তেজগাঁও বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন এ তথ্য নিশ্চিত করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গ্রেপ্তার দুজন হলেন আসলাম ও আল-আমিন। এর আগে কবিরকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আসলাম ও আল-আমিন সরাসরি ছিনতাইয়ে অংশ নেন, আর কবির গ্রুপটির অন্যতম নেতা।
পুলিশ জানায়, এই তিনজনই ‘জহির গ্রুপ’ নামে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। এই চক্রের প্রধান জহির ছিনতাইয়ের জন্য চাপাতি ও মোটরসাইকেল ভাড়া দেন। গ্রেপ্তার আসলাম ও আল-আমিন ছিনতাই করে মালামাল কবির ও জহিরের কাছে জমা দিতেন। অভিযানে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতিও উদ্ধার করেছে ডিবি।
অন্যদিকে ছিনতাইয়ে সরাসরি জড়িত আরও একজন এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ছিনতাইয়ের শিকার যুবক শিমিয়ন ত্রিপুরা ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং শ্যামলীতে থাকেন। গত শুক্রবার ভোরে কর্মস্থলে যাওয়ার পথে শ্যামলী ২ নম্বর সড়কে তিনি ছিনতাইয়ের শিকার হন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, ভোররাত ৬টার দিকে ছাতা হাতে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন এসে তাঁকে থামিয়ে দেন।
বাইকে থাকা দুজন নেমে এসে চাপাতি উঁচিয়ে তাঁর মোবাইল, মানিব্যাগ ও ব্যাগ ছিনিয়ে নেন। এরপর তাঁরা যুবকের জামা ও জুতা খুলে নিয়ে মুহূর্তের মধ্যেই সরে পড়েন। ভিডিওতে দুজনকে হেলমেট পরা অবস্থায় এবং একজনকে খালি গায়ে দেখা যায়।
নাটোর শহরের হরিশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অপু হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। অপু হরিশপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেউচ্চশিক্ষার উদ্দেশ্যে তেরো বছর বয়সে বাড়ি ছেড়ে চট্টগ্রামের হাটহাজারীর কওমি মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামে ভর্তি হয়েছিলেন বরগুনার ওমর ওরফে বেলাল হোসাইন। পরিবারের স্বপ্ন ছিল, বেলাল একদিন আলেম হয়ে সমাজে আলো ছড়াবেন। কিন্তু সেটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
২ ঘণ্টা আগেবগুড়ায় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যান। অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে ১০ নারী ও দুই পুরুষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
২ ঘণ্টা আগেধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদভিত্তিক কার্যক্রমের মতোই মন্দিরভিত্তিক কার্যক্রম একই সুবিধায় পরিচালিত হবে।
২ ঘণ্টা আগে