Ajker Patrika

আবাসনসংকট নিরসন, পুষ্টিকর খাবার নিশ্চিতকরণসহ ১২ দফা দাবি ইডেন ছাত্রলীগের 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ২০
আবাসনসংকট নিরসন, পুষ্টিকর খাবার নিশ্চিতকরণসহ ১২ দফা দাবি ইডেন ছাত্রলীগের 

আবাসনসংকট নিরসন, আবাসিক ক্যানটিনগুলোতে স্বল্পমূল্যে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিতকরণসহ ১২ দফা দাবি সংবলিত স্মারকলিপি ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বরাবর জমা দিয়েছে কলেজ শাখা ছাত্রলীগ। 

আজ রোববার বেলা ১১টার সময় অধ্যক্ষের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। 

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পাশে ছাত্রলীগ সব সময় থাকে, শিক্ষার্থীদের কল্যাণে এই দাবিগুলো আমরা অধ্যক্ষের কাছে তুলে ধরেছি।’ 

১২ দফা দাবি হলো:
১. আবাসনসংকট স্থায়ীভাবে নিরসন করতে হবে। 

২. আবাসিক হলগুলোর ক্যানটিনে স্বল্পমূল্যে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ, পর্যাপ্তসংখ্যক পানি বিশুদ্ধকরণ যন্ত্র স্থাপন ও স্ন্যাকসের নিরবচ্ছিন্ন সরবরাহের লক্ষ্যে ভেন্ডিং মেশিন স্থাপন করতে হবে। 

৩. প্রতিটি আবাসিক হল ও বিভাগে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ কম্পিউটার ল্যাব স্থাপনপূর্বক প্রশাসনিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের প্রাযুক্তিক প্রশিক্ষণ প্রদান করতে হবে। 

৪. আবাসিক হলের প্রক্ষালন কক্ষসমূহ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে স্বাস্থ্যসম্মত করতে হবে। 

৫. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে একটি সমৃদ্ধ ‘বঙ্গমাতা কর্নার’ স্থাপন করতে হবে। 

৬. জেবউন্নিসা ছাত্রীনিবাস ও হাসনা বেগম ছাত্রীনিবাসে পাঠকক্ষ নির্মাণ করতে হবে। 

৭. শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম অধিকতর অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় প্রশাসনিক, অবকাঠামোগত ও অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করতে হবে। 

৮. শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নে ‘আধুনিক ভাষা ইনস্টিটিউট’ স্থাপন করতে হবে। 

৯. কলেজের ফটক-১ একাডেমিক কার্যক্রমে যুক্ত সব শিক্ষার্থীর জন্য এবং ফটক-২ শুধু আবাসিক শিক্ষার্থীদের জন্যে উন্মুক্ত করতে হবে। 

১০. শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বদা তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, ডিসপেনসারি স্থাপন ও নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে। 

১১. পরিচ্ছন্ন, দূষণমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে পরিকল্পিত সবুজায়ন করতে হবে। 

১২. একটি আধুনিক সুবিধাসম্পন্ন লবি স্থাপন এবং শিক্ষা উপকরণ, ফটোকপি, প্রিন্ট প্রভৃতি সেবার যৌক্তিক মূল্য নির্ধারণ করতে হবে। 

কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। তারা যে দাবিগুলো পেশ করছে, তা নিয়ে আমরা কাজ করছি।’ 

স্মারকলিপি প্রদানের সময় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত