Ajker Patrika

ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদসহ ১১ জন চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৮: ৩৬
ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদসহ ১১ জন চার দিনের রিমান্ডে

রাজধানীর নিউমার্কেট থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এক মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন হাজি বাহাউদ্দিন নোবেল, মো. জাকির হোসেন, মো. খন্দকার নজরুল ইসলাম, মো. সুমন, মো. রাকিবুল ইসলাম, মো. নুরুল আমিন পায়েল, মো. কায়কোবাদ হোসেন কবির, মো. লিটন হোসেন ও মো. জাহাঙ্গীর আলম।

আসামি পক্ষের আইনজীবী মোসলেহ উদ্দিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে বিকেলে আসামিদের আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাঁদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নির্বাচন বানচালের লক্ষ্যে ছাপানো ৫০ হাজার লিফলেট, বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গানপাউডারসহ নাশকতায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধারের কথা জানায় পুলিশ।

এ ঘটনায় নিউমার্কেট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত