Ajker Patrika

পুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুলে হামলা-ভাঙচুর

জবি প্রতিনিধি 
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ২৩: ৪৪
পুরানো ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা । ছবি: আজকের পত্রিকা
পুরানো ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা । ছবি: আজকের পত্রিকা

পুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার পর অতর্কিত হামলা করে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যাপক ভাঙচুর করা হয়।

কলেজে শিক্ষক ও স্টাফরা আজকের পত্রিকাকে জানায়, কলেজের শ্রেণিকক্ষ, অধ্যক্ষের রুমের দরজা, শিক্ষকরুমসহ অন্তত ৫০টি কক্ষে ভাঙচুর করা হয়েছে। ক্যানটিনে হামলা করে টাকা লুট করা হয়েছে। এ ছাড়াও দ্বিতীয় তলায় একটি শিক্ষক কক্ষে অগ্নিসংযোগ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে কলেজটির একজন শিক্ষক বলেন, আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দিয়েও সহযোগিতা পাইনি। ঘটনার আড়াই ঘণ্টা পার হলেও পুলিশ আসেনি।

কলেজের ফাদার ব্রাদার প্লাসিড পিটার রিবেরু সিএসসি বলেন, কলেজ ছুটি হয়েছে ১২টায়। আমরা অফিশিয়াল কাজ শেষ করে ৪টার দিকে সবাই চলে গেছি। পরে খবর পেয়ে এসে দেখি এই অবস্থা। কারা হামলা করেছে কিছুই জানি না। এসে দেখি এ অবস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত